সোমবার দুপুরে নীলফামারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানিকালে এই ঘটনা ঘটে।
জাহিদুল ইসলাম শুভ (৩০) নামে এই আসামি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
পরে আদালতের নির্দেশে তাকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
আইনজীবী আল মাসুদ চৌধুরী বলেন, ‘সৈয়দপুর থানার একটি চুরির মামলায় তাকে মিথ্যেভাবে জড়ানো হচ্ছে। যার কারণে ক্ষুব্ধ হয়ে গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে সে। তাৎক্ষণিকভাবে আদালতের নির্দেশে পুলিশ প্রহরায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’
সৈয়দপুর থানার জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) ফজলুল হক জানান, সৈয়দপুরে থেকে তিনটি মোটরসাইকেল চুরির ঘটনায় দায়ের করা মামলায় গত ৩ অক্টোবর শুভসহ চারজনকে আটক করা হয়। তদন্তে আটক হওয়া চারজনের সম্পৃক্ততা পাওয়ায় তাদেরকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে আদালতে হাজির করা হয়।
‘দুপুরে আদালতে শুনানি চলাকালে শুভ তার হাতকড়া দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করলে তার গলার কিছু অংশ কেটে যায়,’ বলেন তিনি।
নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার জাহাঙ্গীর আলম বলেন, হাতকড়া দিয়ে গলায় আঘাত করা রোগী এখন শঙ্কামুক্ত।