সোমবার জেলা প্রশাসক এবং করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত নড়াইল জেলা কমিটির সভাপতি আনজুমান আরা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জেলা কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে ও সিভিল সার্জনের সুপারিশের আলোকে সংক্রামণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন মোতাবেক নড়াইল জেলাকে আগামীকাল মঙ্গলবার বিকাল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে।
এ সময় জেলায় সড়ক, নৌ ও আকাশ পথে জনসাধারণের আগমন-বর্হিগমন নিষেধাজ্ঞার আওতাভুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। জেলার অভ্যন্তরে এক উপজেলা হতে অন্য উপজেলায় যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
তবে, জরুরি পরিষেবা, চিকিৎসা, কৃষিপণ্য, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং, মোবাইল, ওষধ শিল্পসংশ্লিষ্ট যানবাহন, সংবাদকর্মী ইত্যাদি এবং সরকারের সময়ে সময়ে ঘোষিত অন্যান্য জরুরি পরিষেবা নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।