নড়াইলের লোহাগড়ায় অজ্ঞাত এক কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ মে) সকাল ৯টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া এলাকায় ঢাকা-খুলনা-বেনাপোল রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (সোমবার) ভোরে সারুলিয়া রেলসেতু এলাকায় হাঁটাহাঁটির সময় কিশোরের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর গ্রামবাসীর মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ লাশ দেখতে ভিড় করেন। পরে খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
আরও পড়ুন: নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত কিশোরের মুখ থেকে রক্ত বের হচ্ছিল। তবে এটি হত্যা না কি ট্রেন দুর্ঘটনা—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে লাশটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি।