পঞ্চগড় জেলার বোদা উপজেলায় অরিনা বেগম (৪৫) নামে এক নারীকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিয়াগঞ্জ এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত অরিনা বেগম ওই এলাকার আবুল কালামের স্ত্রী।
আরও পড়ুন: শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
স্থানীয়রা জানান, নিজেদের ঘরে নামাজ আদায় করছিলেন অরিনা বেগম। এ সময় ঘরে ঢুকে দুর্বৃত্তরা তার মাথায় অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে।
পরে বাড়ি ফিরে অরিনা বেগমের স্বামী দেখতে পান তার স্ত্রী মাটিতে রক্তাত্ত অবস্থায় পড়ে আছেন। এসময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন।
নিহত অরিনার বড় ছেলে ঢাকায় থাকেন। তার আরেক ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন সভাপতি।
তবে তিনি রাজনৈতিক কারণে পলাতক রয়েছেন বলে জানা গেছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, ঘটনার পরে ওই এলাকায় গিয়েছিলাম। সুরতহালে নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার মাথায় একাধিক আঘাত করা হয়েছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু