পঞ্চগড়
পঞ্চগড়ে আবারও শুরু হয়েছে শৈত্যপ্রবাহ
পঞ্চগড়ে রবিবার (২২ ডিসেম্বর) থেকে আবারও শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। গত দুদিন ধরে এখানে তাপমাত্রা ১০ ডিগ্রির উপরে থাকলেও আজ আবারও নিচে নেমে এসেছে।
রবিবার সকালে সূর্যের মুখ দেখা গেলেও মৃদু শৈত্যপ্রবাহ থাকার কারণে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। রোদের কারণে দিনের বেলা তাপমাত্রা সামান্য বাড়লেও বিকাল থেকেই ঠান্ডা লাগতে শুরু করছে। গরম কাপড় পরে লোকজন বের হচ্ছেন। রাতে কুয়াশা পড়ছে কোনো কোনো সময় শীতল বাতাস বয়ে যাচ্ছে। এ কারণে রাতের শীতে এই এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে শীত, বিপাকে হতদরিদ্ররা
পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, রবিবার সকাল ৬টায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর সকাল ৯টায় কিছুটা তাপমাত্রা কমে রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ ভাগ। বাতাসের গতি ছিল ৬ থেকে ৮ কিলোমিটার। মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে বলেও জানান তিনি।
৫ ঘণ্টা আগে
শৈত্যপ্রবাহে বিপর্যস্ত দৈনন্দিন জীবনযাত্রা
দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা দ্রুত কমে গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পঞ্চগড়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গাসহ উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার এই ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে ঘন কুয়াশাও থাকবে অনেক এলাকায়।
আবহাওয়া অফিস জানায়, উত্তরের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন: রবিবার সকালে ঢাকার বাতাসের মান 'খুব অস্বাস্থ্যকর'
পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় উপমহাদেশের উচ্চচাপ বলয়ের প্রভাবে শৈত্যপ্রবাহ তৈরি হচ্ছে।
এদিকে, উত্তর বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি স্থানীয় আবহাওয়ার ওপর প্রভাব ফেলছে।
আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে মৌসুমি গড় তাপমাত্রার চেয়ে কম রয়েছে বাংলাদেশে।
আগের আবহাওয়ার ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, দেশে ডিসেম্বরের সর্বনিম্ন তাপমাত্রা সাধারণত ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। তবে বেশ কয়েকটি জেলায় বর্তমান তাপমাত্রা এক অংকে নেমে এসেছে। এরই মধ্যে তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বিশেষ করে উত্তর ও মধ্যাঞ্চলে ভোরের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবারের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আন্তর্জাতিক সংস্থাগুলোও ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। ডিসেম্বরে সাধারণত বছরের সর্বনিম্ন বৃষ্টিপাত হয়।
বাসিন্দাদের ঠান্ডা থেকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষত রাতে ও ভোরের দিকে।
আরও পড়ুন: সারাদেশে শুষ্ক আবহাওয়া, কুয়াশা ও মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত
১ সপ্তাহ আগে
পঞ্চগড়ে কুপিয়ে নারীকে হত্যার অভিযোগ
পঞ্চগড় জেলার বোদা উপজেলায় অরিনা বেগম (৪৫) নামে এক নারীকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিয়াগঞ্জ এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত অরিনা বেগম ওই এলাকার আবুল কালামের স্ত্রী।
আরও পড়ুন: শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
স্থানীয়রা জানান, নিজেদের ঘরে নামাজ আদায় করছিলেন অরিনা বেগম। এ সময় ঘরে ঢুকে দুর্বৃত্তরা তার মাথায় অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে।
পরে বাড়ি ফিরে অরিনা বেগমের স্বামী দেখতে পান তার স্ত্রী মাটিতে রক্তাত্ত অবস্থায় পড়ে আছেন। এসময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন।
নিহত অরিনার বড় ছেলে ঢাকায় থাকেন। তার আরেক ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন সভাপতি।
তবে তিনি রাজনৈতিক কারণে পলাতক রয়েছেন বলে জানা গেছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, ঘটনার পরে ওই এলাকায় গিয়েছিলাম। সুরতহালে নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার মাথায় একাধিক আঘাত করা হয়েছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
২ সপ্তাহ আগে
পঞ্চগড়ে ট্রাক-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২
পঞ্চগড়ে ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার চালক ও এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (২৪ এপ্রিল) সকালে জেলার বোদা পৌরসভার খাটো পাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- মাহিন্দ্রার চালক জাহিদুল ইসলাম ও পথচারী নুর জাহান।
আরও পড়ুন: জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ থেকে একটি ট্রাক বোদায় আসার সময় পৌরসভার খাটো পাড়া এলাকায় বিপরীত দিক থেকে একটি মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে বোদা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ লুৎফুল কবির জাহিদ ও নুরজাহানকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আহতরা বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বলেন, ট্রাক ও মাহিন্দ্রা জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত
ফরিদপুরে সড়ক দুর্ঘটনা: ১৮ মাসের ইয়াসিন বাবার পর মাকে হারালো, মৃত্যু বেড়ে ১৫
৭ মাস আগে
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বুধবার (৩ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে দিনাজপুর, পঞ্চগড় ও নীলফামারী জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে
এ সময় ঢাকায় ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আরও পড়ুন: আগামী ২৪ ঘণ্টায় সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে: আবহাওয়া অধিদপ্তর
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ বিঘ্নিত হতে পারে।
এতে আরও বলা হয়েছে, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঘন কুয়াশার কারণে সারা দেশে শীত পড়তে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং সারা দেশে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় 'হামুন' আজ রাতে চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে: আবহাওয়া অধিদপ্তর
১১ মাস আগে
পঞ্চগড়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের সাক্ষর-সিল জালিয়াতির অভিযোগে নাপিত গ্রেপ্তার
পঞ্চগড়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সিল ও সাক্ষর জাল করার অভিযোগে এক নাপিতকে আটক করেছে পুলিশ।
পুলিশ পঞ্চগড় পৌরসভার জালাসি এলাকা থেকে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার মো. মোজাম্মেল হক (৪৮) সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের মৃত ফয়জুল হকের ছেলে এবং পেশায় নাপিত।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফির মাধ্যমে প্রতারণার অভিযোগ, ৪ যুবক গ্রেপ্তার
জেলার পুলিশ সুপার (এসপি) এসএম সিরাজুল হুদা নিজ কার্যালয়ে বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোজাম্মেল হক প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে বাড়িঘরে অগ্নিসংযোগসহ হাঁস-মুরগি, ছাগল পোড়ানোর বিচারপ্রার্থী হিসেবে আসামিদের বিরুদ্ধে শাস্তির জন্য আবেদন জানায়। ওই আবেদনগুলোর স্বপক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সাক্ষর ও সিল জাল করে পঞ্চগড় পুলিশ সুপার এবং জেলা প্রশাসককে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
তিনি আরও জানান, পরে দরখাস্তগুলোতে সিল সই দেখে সন্দেহ হলে পুলিশ সুপার ও পঞ্চগড় জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খোঁজ নেন। খোঁজ নিয়ে তারা জানতে পারেন মোজাম্মেল হকের দরখাস্তের সাক্ষর ও সিল জাল এবং ওই দুই কার্যালয় থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। পরে তাৎক্ষণিক মোজাম্মেল হকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় দুটি মামলা দায়ের করে।
পরে এ বিষয়ে ব্যবস্থা নিতে জেলার জেলা প্রশাসক ও এসপিকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় থানায় নাপিতের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে জানিয়ে তিনি বলেন, অভিযুক্তকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, প্রতারক চক্রের অন্যদের ধরতে অভিযান চলছে।
এছাড়া গ্রেপ্তার মোজাম্মেল হককে শুক্রবার রিমান্ডের আবেদনসহ পঞ্চগড় আদালতে হাজির করা হবে বলে জানান এসপি সিরাজুল।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া জানান, পঞ্চগড় থানার এস আই রাশিদুল ইসলাম বাদী হয়ে গত ৫ এপ্র্রিল জালিয়াতি ও প্রতারণার অভিযোগ এনে মোজাম্মেল হককে আসামি করে এবং একই তারিখে পঞ্চগড় থানার এসআই মাসুদ রানা বাদী হয়ে মোজাম্মেল হকসহ অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: ডাক্তার-নার্স পরিচয়ে বাড়িতে ডাকাতি, গ্রেপ্তার ৬: ডিএমপি
গাজীপুরে বিদেশি পিস্তল ও মাদক জব্দ, যুবক গ্রেপ্তার
১ বছর আগে
পঞ্চগড়ে কাদিয়ানি সংঘর্ষ: মামলা বেড়ে ১৬, গ্রেপ্তার ১৭৩
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় ভুক্তভোগীরা আরও তিনটি মামলা করেছে।
এ নিয়ে মামলার সংখ্যা দাঁড়ালো ১৬টিতে। এসব মামলায় নামসহ অজ্ঞাতনামা ১১/১২ হাজার আসামি করা হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় আরও আট জনসহ মোট ১৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে ব্যাংকের টাকা লুটের ঘটনায় ৭ জন গ্রেপ্তার: ডিএমপি
পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা এসব তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ ও র্যাবের অভিযান চলমান রয়েছে। ভিডিও ও সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতায় অংশগ্রহণকারী দুস্কৃতিকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। কোনো সাধারণ নিরীহ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে না।
তিনি আরও বলেন, শুক্রবার জুমার নামাজ তাই শহরে ও কাদিয়ানি সম্প্রদায়ের আবাসস্থলের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট ও আহমদিয়াদের দুটি মসজিদের আশে পাশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও স্বাভাবিক রয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
এদিকে শুক্রবার নামাজের পর পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল হক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়াসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা শহরের বিভিন্ন এলাকায় টহল দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
আরও পড়ুন: ঢাকার উত্তরায় গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ডাকাতি
৩৭০০ কোটি টাকা লুটপাট: দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ জানতে চান হাইকোর্ট
১ বছর আগে
পঞ্চগড়ে কাদিয়ানিদের জলসায় হামলাকারীর বেশিরভাগই বিএনপি-জামায়াতের সমর্থক: তথ্যমন্ত্রী
পঞ্চগড়ে কাদিয়ানিদের জলসায় হামলাকারীদের বেশিরভাগই বিএনপি-জামায়াতের সমর্থক বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
সোমবার (৬ মার্চ) সচিবালয়ে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘পঞ্চগড়ে যে ঘটনাটি ঘটানো হয়েছে, সেখানে যারা কাদিয়ানীদের জলসাতে হামলা চালিয়েছে, তারা কারা সেটা তো পুলিশের খাতায় আছে। এদের বেশিরভাগই ছিল বিএনপি- জামায়াতের সমর্থক। তারাই সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে ও হামলা চালিয়েছে। সেই হামলায় দুজন মারা গেছেন।’
মন্ত্রী বলেন, আসলে পুরো দেশে নানাভাবে একটা বিশৃঙ্খলা তৈরি করার পাঁয়তারার মধ্যে আছে বিএনপি ও তার মিত্ররা। পঞ্চগড়ের এ ঘটনাও বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়। সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠীকে নিয়ে বিএনপি যে রাজনীতি করে, তারা আরও নানা ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে।
আরও পড়ুন: নির্বাচনে না আসলে বিএনপিই অস্তিত্ব সংকটে পড়বে: চট্টগ্রামে তথ্যমন্ত্রী
তিনি জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেদের দায়টা এড়ানোর জন্য দুদিন পর গতকাল বক্তব্য দিয়েছেন। আসলে এ ঘটনার জন্য মূলত বিএনপি-জামায়াতের সমর্থকরা দায়ী।
সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণ, চট্টগ্রামে অক্সিজেন কারখানা এবং রোহিঙ্গা ক্যাস্পে অগ্নিকাণ্ডের ঘটনাকে সরকারের ব্যর্থতা হিসেবে দাবি করেছে বিএনপি।
এ সম্পর্কে হাছান মাহমুদ বলেন, দেখুন রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে আমাদের সরকার।
তিনি আরও বলেন, ‘তাদেরকে চিকিৎসা, খাদ্য ও শিক্ষা সবকিছুর ব্যবস্থা করেছে আমাদের সরকার। রোহিঙ্গা ক্যাম্পের ঘটনাটি তদন্তনাধীন, এটি নাশকতা কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। এটি সার্বিকভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার অংশ কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘সায়েন্সল্যাব ও সীতাকুণ্ডের ঘটনা; এগুলো দুর্ঘটনা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্যে মনে হচ্ছে কারও চুলায় আগুন লাগলেও কয়েকদিন পর উনি বলবেন এটার জন্য সরকার দায়ী। বিষয়টা তো তা নয়। এগুলো দুর্ঘটনা, তবে এ দুর্ঘটনা অবশ্যই অনভিপ্রেত ও দুঃখজনক। এ দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর।’
আরও পড়ুন: বিএনপি গণতন্ত্রের পথে প্রতিবন্ধকতা: তথ্যমন্ত্রী
রাজনীতির টোকাইদের নিয়ে জোট করেছে বিএনপি: তথ্যমন্ত্রী
১ বছর আগে
পঞ্চগড়ে আহমদিয়া ইস্যুতে সংঘর্ষ: মামলার আসামি ৮২০০, গ্রেপ্তার ৮১
পঞ্চগড়ে শুক্রবার (৩ মার্চ)আহমদিয়া সম্প্রদায়ের(কাদিয়ানি) ‘সালানা জলসা’ অনুষ্ঠানে পুলিশ ও মুসলিম ভক্তদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছয়টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৮১ জনকে।
এর মধ্যে পঞ্চগড় সদর থানায় পুলিশ চারটি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দু’টি এবং আহমদিয়া মুসলিম জামায়াত আরেকটি মামলা করে।
পুলিশ জানায়, গুজব ছড়ানো, হামলা, ভাংচুর, লুটপাট ও সরকারি কাজে বাধা দেয়াসহ বিভিন্ন অভিযোগে মোট ৩১ জনের নাম ও অজ্ঞাতনামা ৮ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।
ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে রাজনগর এলাকার ফজলে রাব্বি(২৮) ও তেঁতুলিয়া উপজেলার সাতমেরা এলাকার রাব্বি ইমনকে(২৬) আটক করা হয়।
আহমদিয়া মুসলিম জামায়াতের ইঞ্জিনিয়ার জাহিদ হাসান হত্যার ঘটনায় পঞ্চগড় পৌরসভার রাজনগড় এলাকার ইসমাইল হোসেন ঝানু (২৫) ও পৌরসভার তুলারডাঙ্গা এলাকার রাসেল হোসেনকে(২৮) গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া বিভিন্ন অভিযোগে পুলিশ ও র্যাবের দায়ের করা মামলায় ৭৭ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার বিবরণী অনুযায়ী, র্যাব-১৩-এর পক্ষে উপ-পরিদর্শক মাসুদ রানা, সাইদুর রহমান, শামসুজ্জোহা সরকার, আলতাফ হোসেন ও ডিএডি আবদুস সামাদ বাদী হয়ে গত ৪ মার্চ রাতে পঞ্চগড় সদর থানায় মামলাগুলো করেন।
আরও পড়ুন: দিনাজপুরে ৩ কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ৪
প্রকৌশলী জাহিদ হাসানের বাবা ওসমান আলী আহমদিয়া মুসলিম জামাতের পক্ষে হত্যার ঘটনায় মামলা দায়ের করেন। মামলায় কারও নাম না থাকলেও অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামি করা হয়।
পুলিশ জানিয়েছে, জাহিদ হত্যার সঙ্গে সরাসরি জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
বিভিন্ন পয়েন্টে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ ও র্যাবের সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
এসপি বলেন, ‘আমরা ঘটনার তদন্ত করছি এবং জড়িতদের গ্রেপ্তার করছি। হামলাকারী যেই হোক না কেন, তাদের রেহাই দেয়া হবে না। অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।’
এর আগে, শুক্রবার পঞ্চগড় জেলা শহরে আহমদিয়া সম্প্রদায়ের একটি অনুষ্ঠান বন্ধের দাবিতে মুসলিম ভক্তদের বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুইজন নিহত এবং পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়।
পরে শনিবার একটি স্বার্থান্বেষী মহল জেলা শহরের বিভিন্ন স্থানে ও সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ায় যে, আহমদীয়া সম্প্রদায়ের(কাদিয়ানি) কয়েকজন সদস্য দুই মুসলমানকে গলা কেটে হত্যা করেছে।
গুজবের পর, লাঠি ও ধারালো অস্ত্রে সজ্জিত কিছু যুবক রাস্তা অবরোধ করে, অগ্নিসংযোগ করে এবং আহমদিয়া সম্প্রদায়ের দোকান ও বাড়িঘর লুট করে।
আরও পড়ুন: নওগাঁয় বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১০
১ বছর আগে
‘আহমদিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে অপপ্রচার’: যুবদল নেতাসহ ১৯জন আটক
পঞ্চগড়ে অপপ্রচার ছড়িয়ে অরাজগতা সৃষ্টির অভিযোগে শনিবার রাতে পৌর যুবদল নেতাসহ ১৯জনকে আটক করেছে পুলিশ।
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসাকে কেন্দ্র করে অপপ্রচার ও গুজব ছড়িয়ে অরাজগতা সৃষ্টিসহ ভাঙচুর ও লুটপাটের অভিযোগে তাদের আটক করা হয়েছে।
আটক যুবদল নেতা হলেন- পঞ্চগড় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলায়মান আলীর ছেলে ফজলে রাব্বী (৩০)।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল রাতে ফজলে রাব্বিসহ কয়েকজন যুবক মোটরসাইকেলে চড়ে শহরের বিভিন্ন এলাকায় গিয়ে আহমদিয়া সম্প্রদায়ের লোকজন দুইজন মুসলমানের গলা কেটে হত্যা করেছে এমন অপপ্রচার ও গুজব ছড়িয়ে দেয় এবং ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেয়। এরই প্রেক্ষিতে কয়েকজন উঠতি বয়সের যুবক হাতে লাঠিসোটা ধারালো অস্ত্র নিয়ে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি শুরু করে এবং সড়ক অবরোধ, গাড়িতে অগ্নিসংযোগসহ শহরের একটি জুতার দোকানসহ তিনটি দোকানে ভাঙচুর ও লুটপাট করে। পরে রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. ফজলে রাব্বীসহ মোট ১৯জনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি গাঁজা জব্দ, আটক ২: র্যাব
উল্লেখ্য, পঞ্চগড়ের আহম্মদনগরে গত শুক্রবার থেকে আহমেদিয়া সম্প্রদায়ের তিনদিনব্যাপী সালানা জলসা অনুষ্ঠিত হওয়ার পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিলের দাবিতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ছাত্র শিবিরসহ বেশ কয়েকটি সমমনা ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা জুম্মার নামাজের পরে শহরে বিক্ষোভ মিছিল করে,সড়ক অবরোধ করে, কাদিয়ানী আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের বাড়িতে ভাঙচুর, লুটপাট, যানবাহন ভাঙচুর এবং সরকারি-বেসরকারি স্থাপনা ভাঙচুর করে।
এতে করে দুইজন মারা যান এবং সাত পুলিশ সদস্যসহ শতাধিক আহত হন। এ সময় শহরের দোকানপাট ও যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে পঞ্চগড়ের জেলা শহরের সিনেমা হল সড়কে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এ সময় পিছু হাটেন বিক্ষোভকারীরা।
আরও পড়ুন: রাজশাহীতে ৮টি স্বর্ণের বারসহ যুবক আটক
অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে গুজব ঠেকাতে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঞ্চগড় বাজার মসজিদের মাইক দিয়ে সতর্কতামূলক মাইকিং করেন। তিনি পঞ্চগড় বাজারের জনগণকে আতঙ্কিত না হওয়া এবং কাদিয়ানীদের দ্বারা কোন মানুষকে মারা হয়নি বলে তিনি মাইকিং করেন। এছাড়াও জেলা শহরের কয়েকটি মসজিদে গুজব ঠেকাতে মাইকিং করা হয়।
বর্তমানে পুরো জেলায় ইন্টারনেট বন্ধ। বিশেষ করে বিভিন্ন সামাজিক মাধ্যমে মুসলমান জবাই করার গুজব ঠেকাতে সাময়িক ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে। সকাল থেকেই যানবাহন চলছে। দোকানপাট খুলেছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা জানান গতকালের মত রবিবারও যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের সঙ্গে বিজিবি মোড়ে মোড়ে অবস্থান নিয়ে সতর্ক থাকবে। গেল রাতে গুজবের ঘটনায় প্রধান গুজবকারী পৌরযুবদল নেতা রাব্বি নামে এক যুবকসহ লুটপাট ও ভাঙচুরে জড়িত থাকা সন্দেহে ১৯ জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ৩
১ বছর আগে