নেত্রকোণা, ০৫ আগস্ট (ইউএনবি)- নেত্রকোণা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সাকিরুল ইসলামের ওপর হামলা ও মারধরের মামলায় বারহাট্টা উপজেলার বারহাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সোমবার নেত্রকোণা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ সূত্রে এ খবর জানা গেছে।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বারহাট্টা ইউপি চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেনের বরখাস্ত হবার আদেশ পেয়েছেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২ মে উপ সহকারী প্রকৌশলী নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কের সংস্কার কাজ দেখতে গেলে চেয়ারম্যান সাখাওয়াত ও তার লোকজন প্রকৌশলীর ওপর হামলা চালায় এবং মারধর করে। এ ঘটনায় প্রকৌশলী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলায় চেয়ারম্যান আদালতে জামিনের জন্য গেলে বিচারক তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তদন্ত শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সাখাওয়াত হোসেনকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করে।
উল্লেখ্য, কাজী সাখাওয়াত হোসেন বারহাট্টা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।