এ বিষয়ে নাজরীন সুলতানা বলেন, ‘বাংলাদেশ মানবাধিকার কমিশনের একটা প্যাডে অলিউর রহমান আমাদের কয়েকজন কর্মকর্তাকে তার অফিসে গিয়ে কয়েকটি অভিযোগের জবাব দেয়ার জন্য চিঠি দেয়। সরকারি কর্মকর্তাদের তো তিনি এভাবে ডাকতে পারেন না। আমি বিষয়টি দুদককে অবহিত করি।’
তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার রাতে আমার সাথে দুদকের একাধিক কর্মকর্তা মানবাধিকার কর্মী অলিউর রহমানের (খালিশপুরস্থ বাসায়) অফিসে যাই। এক পর্যায়ে তিনি আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময়ে হাতে-নাতে দুদক তাকে আটক করে।’
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ জানান, প্রাথমিক শিক্ষা অধিপ্তরের খুলনা বিভাগীয় সহকারী পরিচালক নাজরীন সুলতানা বাদী হয়ে মানবাধিকার কর্মী অলিউর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সে নিজেকে বাংলাদেশ মানবাধিকার কমিশনের খুলনা বিভাগীয় সভাপতির পরিচয় দিয়ে আগেও বহু মানুষের কাছ থেকে চাঁদা দাবি করেছে বলে অভিযোগ রয়েছে।