খুলনায়
খুলনায় কার্গোডুবির ঘটনায় আরও ১ জনের লাশ উদ্ধার
খুলনার রূপসা নদীতে ডুবে যাওয়া কার্গো জাহাজের পাশে থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নৌ-বাহিনী এবং ফায়ার সার্ভিসের ডুবরি দলের চেষ্টায় লাশটি উদ্ধার করা হয়।
আরও পগুন: ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
উদ্ধার করা লাশটি জাহাজের বাবুর্চি আবুল কালামের বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নিহত আবুল কালামের গ্রামের বাড়ি বাগেরহাটে।
এর আগে ৭ এপ্রিল (রবিবার) দুপুরে রূপসা নদীতে রেল সেতুর ৭৩ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে ১ হাজার ১৪০ মেট্রিকটন টিএসপি সারবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে যায়। এতে কার্গো জাহাজের ২ জন নিখোঁজ হন।
জাহাজের ইঞ্জিনের দায়িত্বে থাকা মো. রাজিব বলেন, ইঞ্জিন হঠাৎ করে বিকল হয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে। আমাদের দুইজন নিখোঁজ রয়েছেন।
কার্গো জাহাজের মাস্টার মো. শহীদুল্লাহ জানান, নিয়ন্ত্রণ হারিয়ে কার্গো জাহাজটি রেল সেতুর পিলারে ধাক্কা লাগে। এতে দ্রুত কার্গো জাহাজটি ডুবে যায়। কার্গো জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ১১ জন সাতরে তীরে উঠতে সক্ষম হয়। কার্গোর বাবুর্চি আবুল কালাম ও গ্রিজার সাখায়েত মুন্সি নিখোঁজ হয়।
তিনি জানান, টি এল এন-১ নামের কার্গো জাহাজে মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে ১ হাজার ১৪০ টন টিএসপি সার বোঝাই করে তারা নওয়াপাড়ার উদ্দেশে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
আরও পগুন: ফেনীতে চুরির অভিযোগে মাকে বেঁধে ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগৎ
রাজশাহীতে ট্রলির ধাক্কায় নিহত ১
৭ মাস আগে
খুলনায় ডোবা থেকে ১৯ মাসের শিশুর লাশ উদ্ধার
খুলনায় ডোবা থেকে এক বছর সাত মাস বয়সের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর নাম মোমিন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে জেলার ফুলতলা উপজেলার আলকা গ্রামে সুপার জুট মিলের পেছন দিকের একটি ইটের মাটি তোলার ডোবা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশ শিশুর পিতা মো. আরিফ সরদারসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
আরও পড়ুন: খুলনায় মায়ের পাশে ঘুমন্ত যমজ শিশুর লাশ মিলল পুকুরে
আরিফ সরদারের স্থায়ী ঠিকানা গোপালগঞ্জ এবং আলকা গ্রামের মোস্তফা কাজীর বাড়ির ভাড়াটিয়া। সে বেশ কিছুদিন যাবত উক্ত এলাকায় ইলেকট্রিকের কাজ করে আসছে।
এলাকাবাসী জানান, শনিবার সন্ধ্যায় সুপার জুট মিলের পেছন দিকের এলাকার লোকজন ডোবার ভেতরে এক বছর সাত মাস বয়সের একটি ছেলে শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হক জানান, এ ব্যাপারে ফুলতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: নাসিরনগরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
পিরোজপুরে নিখোঁজের ৩৭ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার
১ বছর আগে
খুলনার ‘নিখোঁজ’ রহিমা বেগম ফরিদপুরে জীবিত উদ্ধার: পুলিশ
গত ২৭ আগস্ট খুলনার দৌলতপুর থেকে নিখোঁজ রহিমা বেগমকে ফরিদপুর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন ইউএনবিকে বলেন, শনিবার রাত পৌনে ১১টার দিকে ফরিদপুরের বোয়ালমারী থেকে তাকে জীবিত উদ্ধার করে পুলিশ।
তিনি বলেন, রহিমা আত্মগোপনে রয়েছেন এমন খবর পেয়ে সৈয়দপুর গ্রামে অভিযান চালায় পুলিশের একটি দল। তারা এখন খুলনায় যাচ্ছেন।
আরও পড়ুন: খুলনার রহিমা খাতুনের খোঁজ ১৫ দিনেও মেলেনি
৫২ বছর বয়সী রহিমার বড় মেয়ে মরিয়ম মান্নান আকুল আবেদনে পর প্রায় এক মাস ধরে নিখোঁজ তার মাকে খুঁজে পাওয়া পুরো জাতিকে স্পর্শ করছে, সম্প্রতি ময়মনসিংহে দাফন করা অজ্ঞাত এক নারীর লাশ তার মায়ের বলে সন্দেহ করা হয়েছিল।
ফেসবুকে মরিয়ম একটি পোস্ট দিয়েছেন যে তারা তার মাকে ফিরে পাওয়ার আশায় খুলনা শহরে ‘নিখোঁজ’র পোস্টার লাগিয়েছেন।
আরও পড়ুন: খুলনায় রহিমা ১৮ দিন ধরে নিখোঁজ, স্বামীসহ গ্রেপ্তার ৬
প্রসঙ্গত, গত ২৭ আগস্ট রাত ১০টার দিকে দৌলতপুরের বণিকপাড়া এলাকায় পানি আনতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন রহিমা বেগম। পরে তার মেয়েরা তার স্যান্ডেল, স্কার্ফ এবং পানির পাত্র খুঁজে পান।
এ বিষয়ে তার পরিবার প্রথমে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করে, এর ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রহিমার নিখোঁজ হওয়ার ঘটনায় সন্দেহভাজন কয়েকজনের বিরুদ্ধে প্রাথমিক তথ্য প্রতিবেদন (এফআইআর) দায়ের করে।
আরও পড়ুন: খুলনায় রহিমা খাতুন নিখোঁজ মামলার তদন্তভার পিবিআইয়ের হাতে
মরিয়ম বলেন, রহিমা কেগম ১৭ দিন ধরে নিখোঁজ থাকার পরে পুলিশ তার মাকে খুঁজে বের করতে ব্যর্থ হলে, গত ১৩ সেপ্টেম্বর তার ছোট মেয়ে আদুরী আক্তার মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে স্থানান্তরের জন্য খুলনার একটি আদালতে আবেদন করেন।
২ বছর আগে
প্রতারণার অভিযোগে খুলনায় আইনজীবী আটক
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় সহকারী পরিচালক নাজরীন সুলতানার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে মানবাধিকার কর্মী অ্যাডভোকেট অলিউর রহমানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৪ বছর আগে
খুলনায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আটক ২
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বেতাগ্রামে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
৪ বছর আগে