আরও পড়ুন: হাসপাতাল ভবনের কার্নিশে ঝুলে ছিল নবজাতকের লাশ
নাটোরে পুকুরে মিলল নবজাতকের লাশ
রূপসা পাড়ে নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় মা আটক
হাসপাতাল সূত্র জানায়, গত শুক্রবার মোছা. খাদিজা খাতুন (৩৫) নামে এক অন্তঃসত্ত্বা নারী হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তি রেজিস্ট্রার অনুযায়ী খাদিজা খাতুন উপজেলা সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী। যদিও ওই গ্রামে অনুসন্ধান চালিয়ে এখন পর্যন্ত খাদিজা খাতুন এবং তৌহিদুল ইসলাম নামে কোনো দম্পতির খোঁজ পাওয়া যায়নি। ভর্তির পর শনিবার সকাল সাড়ে ৮টায় ৭ মাস বয়সী একটি কন্যা সন্তান প্রসব করে খাদিজা খাতুন, তার নাম রাখেন সুবর্ণা। অজ্ঞাত কারণে প্রসবের পর হাসপাতাল থেকে কোনো ছাড়পত্র না নিয়েই সন্তানসহ পালিয়ে যান তিনি। পরে হাসপাতালের পেছনের একটি বাঁশঝাড়ে শিশুটির কান্নার আওয়াজ শুনে এলাকার লোকজন তাকে উদ্ধার করে আবারও হাসপাতালে ভর্তি করে। শিশুটি বর্তমানে হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
আরও পড়ুন: হাসপাতাল ভবনের কার্নিশে ঝুলে ছিল নবজাতকের লাশ
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা. এ এস এম সায়েম বলেন, ‘শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, আমি পুলিশকে অবহিত করেছি। শিশুটির প্রকৃত পরিচয় পাওয়া না গেলে সরকারি নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’