ফরিদপুরের নগরকান্দার সদর বাজারে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফুটপাত ও সড়কের ওপর অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রাখার দায়ে জিলু নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দবির উদ্দিন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৭ ধারায় ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
অভিযানে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম, স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের কয়েকজন নেতাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সাভারে ১১ অবৈধ বালু বিক্রির প্রতিষ্ঠানকে জরিমানা পরিবেশ অধিদপ্তরের
অভিযান শেষে ইউএনও দবির উদ্দিন জানান, নগরকান্দা বাজারকে যানজটমুক্ত রাখতে প্রাথমিক পর্যায়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে এবং অন্যদের সতর্ক করা হয়েছে।
বাজারে শৃঙ্খলা রক্ষা ও জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে বলেও জানান তিনি।