চাকুরিচ্যুত হাফেজ বিল্লাল হোসেন কুষ্টিয়ার খোকসায় উপজেলার কমলাপুর মোল্লাপাড়া জামে মসজিদের পেশ ইমাম ছিলেন।
মঙ্গলবার সকালে হাফেজ বিল্লাল হোসেনকে চাকুরিচ্যুত করে মসজিদের পরিচালনা কমিটি।
চাকুরিচ্যুতির বিষয়টি নিশ্চিত করেছেন মসজিদটির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুন্সী আরিফুল কবীর।
তিনি বলেন, ‘ফেসবুকে দেশের দুজন মন্ত্রীর মৃত্যু নিয়ে পোস্ট দিয়েছিলেন ইমাম সাহেব। পরে কে বা কারা সেটি থানায় জানালে ওসি সাহেব তাকে সতর্ক করে দিয়ে বিষয়টি মসজিদ পরিচালনা কমিটির উপর ছেড়ে দেন। তারপর সব কিছু বিচার-বিশ্লেষণ করে তাকে চাকুরিচ্যুত করা হয়।’
ইমাম বিল্লাল হোসেন তার ফেসবুক পোস্টে লেখেন- ‘কালের বিবর্তনে কি না হয়? উইকেটের পতন শুরু হয়ে গেছে। গতকাল একইদিনে দুই মন্ত্রীর বিদায়। একজন সাবেক আরেকজন চলমান। নাসিমের পরেই ধর্ম প্রতিমন্ত্রীর ইন্তেকাল।’
অভিযুক্ত ইমাম বলেন, ‘আমি ফেসবুকে একটি পোস্ট দিলে আমাকে থানায় ডাকা হয়। থানা থেকে আমাকে গালিগালাজ করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। তবে ওসি সাহেব এমন পোস্ট ভবিষ্যতে আর না দেয়ার নির্দেশ দেন।
পোস্টটিতে মৃত ব্যক্তিকে নিয়ে কটুক্তি করা হয়েছে কীনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসলে আমরা সাধারণ মানুষ। আমাদের বাক-স্বাধীনতা আছে। এটি আমার বিরুদ্ধে চক্রান্ত।’
এ ব্যাপারে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম বলেন, ‘আমাদের কাছে কেউ অভিযোগ দেয়নি। আমরা তাকে (ইমাম) থানায় ডেকে তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে। যাতে ভবিষ্যত্বে যাতে তিনি আর এ ধরণের কাজ না করেন। চাকুরি থেকে বরখাস্ত করার বিষয়টি আমার কোন বিষয় নয়; এটা মসজিদ কমিটির সিদ্ধান্ত।’