মসজিদের ইমাম
গোলাপগঞ্জে স্ত্রীর হাতে মসজিদের ইমাম খুনের অভিযোগ
সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীর হাতে মাওলানা রুহুল আমীন (৩৭) নামে এক ইমাম খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৫টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর একটি ভাড়া বাসা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
এসময় স্ত্রী নাদিয়া বেগমকে (৪০) আটক করা হয়।
আরও পড়ুন: বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা সবার দায়িত্ব: উপদেষ্টা
নিহত ইমাম রুহুল আমিন ডৌবাড়ি ইউনিয়নের লামা ডেমি গ্রামের শহীদুর সাসিন্দা এবং হিলালপুরের একটি মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন।
পুলিশ জানায়, স্ত্রী নাদিয়া স্বামী রুহুল আমীনকে হত্যা করে খাটের নিচে লুকিয়ে রাখেন। এরপর এলাকাবাসী বাসার খাটের নিচ থেকে রুহুলের লাশ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ স্ত্রীকে আটক করে।
স্থানীয়রা জানায়, নিহত মাওলানা রুহুল আমিন গত ১৫ দিন আগে দ্বিতীয় বিয়ে করেছিলেন। এর আগে ২০২০ সালে প্রথম স্ত্রী নাদিয়া বেগমকে বিয়ে করেন। রুহুল আমীনের সঙ্গে তার দীর্ঘদিন থেকেই পারিবারিক মনমালিন্য চলে আসছিল।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে রুহুল আমীনকে অচেতন করে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার নেতৃত্বে নির্বাচনের সময় নির্ধারণ করা হবে: আসিফ নজরুল
১ মাস আগে
ফেসবুকে পোস্ট দিয়ে চাকরি হারালেন মসজিদের পেশ ইমাম
সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে চাকরি হারালেন মসজিদের এক পেশ ইমাম।
৪ বছর আগে