নিহত মামুনুর রশীদ (৭২) জয়পুরহাটের কালাই উপজেলার বাসিন্দা। তার নমুনা পরীক্ষার ফল এখনো পাওয়া যায়নি।
শুক্রবার সকালে তার শারিরীক অবস্থার অবনতি হলে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়।
কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার সমন্বয়কারী মিজানুর রহমান জানান, কোয়ান্টামের স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে নিহতের মরদেহ দাফনের উপযোগী করে জানাজা শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
এদিকে, স্বাস্থ্য বিভাগ জানিয়েছে বগুড়ায় করোনায় আক্রান্ত সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। গত ১ এপ্রিল থেকে ১৭ জুলাই পর্যন্ত জেলায় সুস্থ্ হয়েছেন ২০৬৫ জন ও মোট মৃত্যুবরণ করেছেন ৭৮ জন।
জেলা স্বাস্থ বিভাগ জানিয়েছে, গত শুক্রবার বগুড়ায় নতুন করে ৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।