ব্যবসায়ীর মৃত্যু
খিলক্ষেতে পুলিশ হেফাজতে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ
ঢাকার উত্তরায় রাজউক ভবনে দুই দলের সংঘর্ষের ঘটনায় আটকের পর পুলিশ হেফাজতে ৫০ বছর বয়সী একজনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন যে খিলক্ষেতের ব্যবসায়ী হিরন মিয়া বিকাল ৫টা ১০ মিনিটে উত্তরা পূর্ব থানায় অসুস্থ হয়ে পড়লে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
তিনি বলেন, বিকাল সাড়ে ৪টায় রাজউক উত্তরা ভবনে সংঘর্ষের ঘটনায় হিরনকে আটক করা হয়।
৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হিরনকে আটক করে।
আরও পড়ুন: ঝিনাইদহে 'ভুল চিকিৎসায়' শিশু মৃত্যুর অভিযোগ
চল্লিশ মিনিট পর আমিনুল ইসলাম নামে একজন হিরনের বিরুদ্ধে মামলা করার সময় ৫০ বছর বয়সী উত্তরা পূর্ব থানায় অসুস্থ হয়ে পড়েন এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে হিরনের পরিবার জানিয়েছে, তিনি রাজউক অফিসে গিয়েছিলেন একটি পরিকল্পনার অনুমোদন নিতে।
হিরনের স্ত্রী জানান, এ সময় কয়েকজন তাকে মারধর করে আটকে রাখে। এরপর তারা ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: মনপুরায় হাসপাতালে চিকিৎসা না পেয়ে শিশু মৃত্যুর অভিযোগ
চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ
২ বছর আগে
গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী সেই ব্যবসায়ীর মৃত্যু
পাওনা টাকা না পেয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
নিহত কাজী আনিস (৪৫) কুষ্টিয়া কুমারখালী উপজেলার পান্টি গ্রামের বাসিন্দা। তিনি ঠিকাদারি ব্যবসা করতেন।
মঙ্গলবার সকাল ৬টার দিকে শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির লাইফ সাপোর্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
জানা গেছে, হেনোলাক্স নামের একটি কোম্পানি তাকে এক কোটি ২৬ লাখ টাকা দিতে অস্বীকার করায় হতাশা থেকে সোমবার বিকাল ৫টায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন আনিস। এ বিষয়ে এর আগে মানববন্ধন করেছেন তিনি, কিন্তু কোন লাভ হয়নি।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পানি ঢেলে আগুন নেভায় এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়।
আনিসের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
আরও পড়ুন: প্রেসক্লাবের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা!
রাজধানীতে গায়ে আগুন দেয়া চিকিৎসকের মৃত্যু
২ বছর আগে
পিরোজপুরে বাসের ধাক্কায় দুই গরু ব্যবসায়ীর মৃত্যু
পিরোজপুরে বাসের ধাক্কায় দুই গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে পিরোজপুর-মঠবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গির হোসেন (৫০) জেলার মঠবাড়িয়া উপজেলা উত্তর সোনাখালী এলাকার নয়ন মিয়া ফকিরের ছেলে এবং নিহুর সিকদার (৪৮) একই এলাকার আজীজ সিকদারের ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, দুপুর ১২ টার দিকে পিরোজপুর-মঠবাড়িয়া সড়কে ঢাকা থেকে পাথরঘাটাগামী বনফুল পরিবহনের একটি বাস ভান্ডারিয়া থেকে আসা একটি ট্রলি গাড়িকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রলি গাড়িতে থাকা চার গরু ব্যবসায়ী ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাবরিনা ইসলাম জানান, জাহাঙ্গির ও নিহুর সিকদারকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। এছাড়া বাকি দুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় বাস চালককে আটকের চেষ্টা করছে পুলিশ। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৫
সন্তানকে স্কুলে নেয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল মায়ের
২ বছর আগে
নেত্রকোণায় ‘চোরের লাঠির আঘাতে’ ব্যবসায়ীর মৃত্যু
নেত্রকোণার দুর্গাপুরে দোকানে চুরি করতে আসা যুবকের লাঠির আঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে উপজেলার মধ্যম বাগান গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত হেকমত আলী উপজেলার সদর ইউনিয়নের মধ্যম বাগান এলাকার মৃত মেহের আলীর ছেলে ও ডিজেল ব্যবসায়ী।
অভিযুক্ত মাসুদ মিয়া (২০) উপজেলার চকলেংগুরা এলাকার জালাল উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: সিলেটে ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
স্থানীয় ইউপি সদস্য হযরত আলী জানান, নিহত হেকমত আলী সারা দিন ব্যবসা পরিচালনা করে রাতে দোকানেই থাকতেন। রবিবার মধ্যরাতে শাহীন তার ভেকুর জন্য ডিজেল কিনতে আসলে দোকানের দরজায় কড়া নাড়েন। সাড়াশব্দ না পেয়ে শাহীন দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই মাসুদ তাকেও আঘাত করে পালিয়ে যায়। পরে শাহীনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হেকমত আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মাহবুবের অভিযোগ, মাসুদ নামে এক ছেলে দোকানে ঢুকে তার বাবাকে হত্যা করে। তার ধারণা মাসুদ দোকানে এসে হয়তোবা টাকা-পয়সা লুট করতে চেয়েছিল।
আরও পড়ুন: মহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরি করতে এসে ব্যবসায়ীকে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। লাশের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযুক্ত মাসুদকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
২ বছর আগে
বগুড়ায় মদ পানে ব্যবসায়ীর মৃত্যু
বগুড়া সদরে বিষাক্ত মদ পানে আদম আলী ওরফে পেস্তা (৩০) নামের এক বালু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রবিবার রাতে বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
মৃত পেস্তা বগুড়া শহরের ধরমপুর মসজিদ পাড়ার মৃত ইউনুছ মেম্বারের ছেলে।
আরও পড়ুন: থার্টি ফার্স্ট নাইট: অতিরিক্ত মদ পানে রাজশাহীতে ৩ জনের মৃত্যু
জানা গেছে, শনিবার রাতে তিনি মদপান করে বাড়ি ফেরেন। রাতেই তিনি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি গোপন করে বাড়িতেই চিকিৎসা দেয়া হয়। রবিবার সন্ধ্যার দিকে পেস্তা অচেতন হয়ে পড়লে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
আরও পড়ুন:খুলনায় ‘অতিরিক্ত মদ পানে’ ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই হাসপাতালে
টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান জানান, অচেতন অবস্থায় আদম আলী নামের একজন হাসপাতালে ভর্তি হয়। তার পরিবারের সদস্যরা ভর্তির সময় জানিয়েছেন অ্যালকোহল জাতীয় মদ পানে তিনি অসুস্থ হন।
আরও পড়ুন:বিরামপুরে চোলাই মদ পানে ৪ জনের মৃত্যু
বগুড়া সদর থানার এসআই মঞ্জুরুল হক ভূঞা বলেন, অ্যালকোহল পানে মৃত্যুর অভিযোগ ওঠায় লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, এখনও আমরা নিশ্চিত নই আদম আলী ঠিক কি কারণে মারা গেছেন। তবে তার হার্ট ও কিডনি জনিত সমস্যা ছিল। তবে সে আগে থেকেই মাদক সেবন করতেন বলে তার পরিবার জানিয়েছে।
৩ বছর আগে
রাজধানীতে অতিরিক্ত মদ্যপানে ব্যবসায়ীর মৃত্যু
রাজধানীর লালবাগের হরমোহন সিলস্ট্রিট এলাকায় অতিরিক্ত মদ্যপানে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মোহাম্মদ আলী (৩৫) লালবাগের ১০ নং হরমোহন সিলস্ট্রিট আমলিগোলার সুরুজ মিয়ার সন্তান।
আরও পড়ুন: বিষাক্ত মদ্যপানে বগুড়ায় মৃতের সংখ্যা বেড়ে ১০
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান বলেন, 'অতিরিক্ত মদ্যপানের কারণে আলীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।'
নিহতের স্ত্রী চম্পা বেগমের দাবি, তার স্বামী সকালের খাবার খাওয়ার পরই অজ্ঞান হয়ে পড়ে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
৩ বছর আগে
পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু
বোদা উপজেলার বানিয়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
বগুড়ায় করোনার উপসর্গে ব্যবসায়ীর মৃত্যু, আক্রান্ত ৪ হাজার ছাড়াল
বগুড়ায় শনিবার করোনাভাইরাসের উপসর্গে নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
করোনায় বগুড়ায় ব্যবসায়ীর মৃত্যু
বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
করোনায় বগুড়ায় ২ ব্যবসায়ীর মৃত্যু
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময়ের মধ্যে জেলায় মোট ১০৯ জন আক্রান্তের হয়েছেন।
৪ বছর আগে