বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ দুইজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭৩ জনে।
তারা হলেন- সারিয়াকান্দি ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ স ম কামরুজ্জামান এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুরের আনিসুর রহমান (৬৭)।
নিহত দু্জনের লাশ জীবাণুমুক্ত করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাসপাতালের মুখপাত্র জাহাঙ্গীর আলম জানান, করোনায় আক্রান্ত হয়ে শনিবার বিকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আ স ম কামরুজ্জামান ও একই হাসপাতালে ওইদিন দিবাগত রাত সাড়ে ৯টায় মারা যান আনিসুর রহমান।
এদিকে, বগুড়া সিভিল সার্জন অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়েছেন ৫৫ জন এবং বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছেন ৮৫১ জন।