বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতাল করোনা আইসোলেশন কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত এক যুবক মারা গেছেন।
মৃত জাকিরুল (২৮) বগুড়া সদরের সাবগ্রাম এলাকার রমজান আলীর ছেলে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক শফিক আমিন কাজল জানান, ‘জাকিরুল ১৭ এপ্রিল হাসপাতালে ভর্তি হন। আজ (মঙ্গলবার) হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে দুপুর সোয়া ২টায় দিকে মারা যান।’
এদিকে, মঙ্গলবার আইসোলেশন কেন্দ্রে মিলন নামে আরও একজন রোগী ভর্তি হয়েছেন। আদমদিঘি উপজেলার শান্তাহার পৌরসভার সাহেব পাড়ার এ বাসিন্দা নারায়ণগঞ্জে অটোরিকশা চালক হিসেবে কাজ করতেন।
বর্তমানে আইসোলেশন কেন্দ্রে ভর্তি রয়েছেন পাঁচজন।
আদমদিঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল্লাহ দেওয়ান জানান, ১৮ এপ্রিল মিলনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী পাঠানো হয়। মঙ্গলবার তার পরীক্ষার রিপোর্ট পজেটিভ হওয়ায় তাকে আইসোলেশন কেন্দ্রে পাঠানো এবং তার বাড়ি লকডাউন করা হয়েছে।