গ্রেপ্তার কামরুজ্জামান (৪২) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শাহাজাদপুর গ্রামের মৃত হাফিজের ছেলে।
মঙ্গলবার বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, সোমবার রাত সাড়ে ৯টায় শাহাজাহানপুর উপজেলার বনানী বাস স্ট্যান্ড থেকে কামরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: জয়পুরহাটে ‘জেএমবি সদস্য’ গ্রেপ্তার
রাজশাহীতে ‘জেএমবি’র ৩ সদস্য আটক
গ্রেপ্তারের পর তার কালো রঙের ব্যাগ তল্লাশি করে নিষিদ্ধ ঘোষিত জিহাদি বই ও ন্যায্য সন্ত্রাস নামে ৫টি ও আর রাফিদা ৫টি, রুহিয়্যাহ ১২তম সংখ্যা লেখা ৬টি বই পাওয়া গেছে।
এছাড়াও তার কাছে বাংলাদেশি ৩ লাখ ৩৮ হাজার ৬৩১ টাকা, সৌদি আরবের ৪১০ রিয়াল, মালয়েশিয়ায় ১ রিংগিত পাওয়া গেছে।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে নব্য জেএমবির বায়তুল মাল বিভাগের দায়িত্বে আছে বলে স্বীকার করেছে। দাওয়াতী কাজ ও অর্থ সংগ্রহের জন্য কামরুজ্জামান দেশের বিভিন্ন জেলায় ভ্রমণ করতো এবং নব্য জেএমবির কেন্দ্রীয় নেতাদের সাথেও তার যোগাযোগ আছে।
আরও পড়ুন: সাভারে দুই জেএমবির সদস্য আটক
জাবি শিক্ষার্থীসহ বগুড়ায় নব্য জেএমবি’র ৪ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রামে পুলিশ বক্সে বোমা হামলা: আরও ৬ নব্য জেএমবি সদস্য আটক
আব্দুর রাজ্জাক জানান, সন্ত্রাসী কাজে অর্থায়ন সংক্রান্ত অপরাধ, নিষিদ্ধ সংঠন সমর্থন, অপরাধ সংগঠনের ষড়যন্ত্র প্রচেষ্টা, সাহায্য ও সহায়তা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচনার জন্য তার বিরুদ্ধে শাহাজাহানপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। অধিকতর তদন্তের জন্য তাকে আদালতে প্রেরণ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।