তারা হলেন-শেরপুর উপজেলার গোঁড়তা গ্রামের সোলায়মান আলীর ছেলে শাহীন আলম (২৪), সদরের হাফুনিয়াপাড়ার মৃত আব্দুল্লাহ মামুনের ছেলে আসাদুল আল গালিফ (২৩), ডাকুরচক জুম্মাপাড়ার মৃত ওমর ফারুকের ছেলে জিয়া আলম (২৪), পশ্চিম পাটিতাপাড়ার নাজিবুর রহমানের ছেলে আব্দুল কুদ্দুস (২৫), গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার মারিয়াপাড়া উত্তরপাড়ার আব্দুল জলিলের ছেলে মেহেদী হাসান (২৮), জয়পুরহাট সদরের চক দাদরা উপরচক গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে গোলাম মর্তুজা (২৭), নীলফামারীর ডিমলা থানার ছাতনাই বালাপাড়ার আফসার উদ্দিনের ছেলে ইউসুফ আলী (২৭)।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ছাত্রশিবিরের নেতা-কর্মীরা জড়ো হয়ে রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর জন্য পরিকল্পনা করছে; এমন গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে শহরের মালতিনগরস্থ মোল্লাপাড়ার জনৈক হামিদুল হক তোতা মিয়ার বাড়িতে পুলিশ অভিযান চালায়।
এ সময় ছাত্রশিবিরের সাতজন নেতা-কর্মীকে আটক করা হলেও অজ্ঞাত সাত-আটজন পালিয়ে যায়। সেখান থেকে পাঁচ বস্তা জিহাদী বই, ল্যাপটপ, কম্পিউটার সেট, লাঠি, দুটি হাসুয়া ও দুটি চাপাতি জব্দ করা হয়।
এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়েছে বলে বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবীর জানিয়েছেন।