সোমবার ভোরে বঙ্গোপসাগরের এফবি আল-কারিম ও এফবি সেমি পাওয়ার-৪ নামের দুটি ট্রলারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে বলে জেলেরা জানান।
নিখোঁজ জেলেরা হলেন- শরণখোলা উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের হাশেম হাওলাদারের ছেলে জাফর হাওলাদার (৩৫), গাবতলা গ্রামের সাফায়েত হাওলাদারের ছেলে খোকন হাওলাদার (২৫) ও দক্ষিণ রাজাপুর গ্রামের মতলেব বয়াতীর ছেলে মনির বয়াতী (২৮)।
আহত জেলেরা হলেন- সুমন মোল্লা (২৮), আলামিন (৩২), ইসমাইল (২৫) ও সোলায়মান (৩০)। তাদেরকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাগেরহাটের শরণখোলার রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরে আসার পর এফবি আল-কারিম ট্রলারের চালক মো. আলম মাঝি জানান, বঙ্গোপসাগরের গভীরে জাল ফেলে অবস্থান করার সময় সোমবার ভোরে চট্টগ্রামের এফবি সেমি পাওয়ার-৪ নামের একটি স্টিলের তৈরি মাছ ধরা ট্রলার দ্রুত গতিতে এসে তাদের ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে পাঁচ জেলে সাগরে পড়ে যায়। এদের মধ্যে দুই জেলেকে উদ্ধার করা গেলেও তিন জেলে নিখোঁজ রয়েছেন।
ক্ষতিগ্রস্ত ট্রলারটির মালিক এম সাইফুল ইসলাম খোকন জানান, এ দুর্ঘটনায় ট্রলারের মাঝখান থেকে মূল বডি ভেঙে গেছে। এতে মাছ ধরার জন্য সাগরে ফেলে রাখা জাল উঠানো সম্ভব না হওয়ায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে শরণখোলা থানায় অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ বলেন, ‘ট্রলার মালিক প্রাথমিকভাবে মৌখিক অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’