খুলনার বটিয়াঘাটা উপজেলার মধ্যে ‘কালু খান’ই সবচেয়ে বড় গরু বলে দাবি করেন মালিক আসলাম খান। তিনি গরুটির দাম হেঁকেছেন ৭ লাখ টাকা।
বটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলার খারাবাদের খাঁ বাড়ির গরু সেই নামানুসারে গরুটির নাম রাখা হয়েছে ‘কালু খান’।
সাড়ে তিন বছর বয়সী কালু খান শরীরে কালো রঙের একটি দেশি জাতের ষাঁড়, যেটি ১০ ফুট লম্বা, ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতা ও ৪ দাঁতের একটি সবল ষাঁড়। ওজন ৩০ মণের মতো হবে বলে জানান মালিক আসলাম খান।
উপজেলার ৭নং আমিরপুর ইউনিয়নের খারাবাদ বাইনতলা গ্রামের আসলাম খান ভালোবেসে গরুটির নাম ‘কালু খান’ রেখেছেন। কৃষিকাজের পাশাপাশি তিনি একটি গরুর খামার গড়ে তুলেছেন। এবার পবিত্র ঈদুল আযহায় ‘কালু খান’কে হাটে তোলা হবে।
বিশাল শরীরের অধিকারী হওয়ায় প্রায় প্রতিদিনই আশপাশের লোকজন ‘কালু খান’কে দেখতে ভিড় করছেন। সারা উপজেলার মধ্যে এটিই সব চেয়ে বড় গরু বলে দাবি করেন আসলাম খান। তিনি ‘কালু খান’ এর দাম হেঁকেছেন ৭ লাখ টাকা।
কালু খান দেশি জাতের গরু উল্লেখ করে মালিক জানান, এর খাদ্য তালিকায় রয়েছে কাঁচা ঘাস, গমের ভুষি, ভুট্টার গুড়া, সয়াবিনের খৈল, মুগডালের ভুষি, ছোলা ও খুদের নাস্তা।
গরু দেখতে আসা অনেকের মধ্যে এলাকাবাসী নাজমুল হাসান নান্নু বলেন, ‘গরুটি এই অঞ্চলের সবচে বড় গরু। তিন মণের বেশি গোশত হবে মনে হচ্ছে। ৭ লাখ টাকা দাম বেশি হয়নি।’
এদিকে আর মাত্র দুদিন পর উদ্বোধন হতে যাচ্ছে খুলনা বিভাগের সবচেয়ে বড় জোড়াগেট কোরবানীর পশুরহাট। খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পরিচালনায় আগামী রবিবার এ হাটের উদ্বোধন করবেন মেয়র তালুকদার আব্দুল খালেক।