ফেনীর ফুলগাজীতে বন্যার পানিতে মাছ ধরতে পাতানো কারেন্ট জাল তুলতে গিয়ে নুরুল আলম (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে উপজেলার বন্দুয়া দৌলতপুর এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত আলম দৌলতপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা সাদেক কমান্ডারের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল (বৃহস্পতিবার) ফজরের নামাজ শেষে বাড়ির পাশে বন্যার পানিতে পাতানো কারেন্ট জাল তুলতে যান নুরুল আলম। এ সময় অসাবধানতাবশত তার পা জালে আটকে যায়। সেখানেই আটকে ছটফট করে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭ স্থানে ভাঙন, ৩৫ গ্রাম প্লাবিত
নিহতের প্রতিবেশী ফখরুল আলম স্বপন জানান, নুরুল আলম কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন এবং কিছুদিন আগে স্ট্রোকও করেছিলেন। সারা দিন নিখোঁজ থাকার পর বিকালে স্বজনরা বাড়ির পাশ থেকে তার লাশটি উদ্ধার করেন।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম বলেন, রাতে এ ঘটনা সম্পর্কে জেনেছি। এমন মৃত্যু কখনোই কাম্য নয়।