বৃদ্ধের মৃত্যু
বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে জালে জড়িয়ে প্রাণ হারালেন বৃদ্ধ
ফেনীর ফুলগাজীতে বন্যার পানিতে মাছ ধরতে পাতানো কারেন্ট জাল তুলতে গিয়ে নুরুল আলম (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে উপজেলার বন্দুয়া দৌলতপুর এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত আলম দৌলতপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা সাদেক কমান্ডারের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল (বৃহস্পতিবার) ফজরের নামাজ শেষে বাড়ির পাশে বন্যার পানিতে পাতানো কারেন্ট জাল তুলতে যান নুরুল আলম। এ সময় অসাবধানতাবশত তার পা জালে আটকে যায়। সেখানেই আটকে ছটফট করে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭ স্থানে ভাঙন, ৩৫ গ্রাম প্লাবিত
নিহতের প্রতিবেশী ফখরুল আলম স্বপন জানান, নুরুল আলম কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন এবং কিছুদিন আগে স্ট্রোকও করেছিলেন। সারা দিন নিখোঁজ থাকার পর বিকালে স্বজনরা বাড়ির পাশ থেকে তার লাশটি উদ্ধার করেন।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম বলেন, রাতে এ ঘটনা সম্পর্কে জেনেছি। এমন মৃত্যু কখনোই কাম্য নয়।
১৪৭ দিন আগে
বারবার ডাকলেও আসেননি ডাক্তার, অবশেষে বৃদ্ধের মৃত্যু
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সময়মতো চিকিৎসা না পাওয়ায় আব্দুল মোমিন মালিতা পানু (৮০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। এসময় চিকিৎসায় অবহেলার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতালে।
সোমবার (৫ মে) রাত ৯টা ৪০মিনিটে হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল মোমিন মালিতা।
তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা এবং মৃত হায়দার মালিতার ছেলে।
নিহতের স্বজনদের অভিযোগ, সদর হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন আব্দুল মোমিন সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তারা একাধিকবার জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল কাদেরকে ওয়ার্ডে আসার অনুরোধ করেন। তবে তিনি নিজে না গিয়ে একজন ইন্টার্ন চিকিৎসক পাঠান। পরে প্রায় ২০ মিনিট পর তিনি এসে রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মৃতের বড় ছেলে মাসুদ আল মাহমুদ তুষার বলেন, ‘অ্যাজমা-জনিত শ্বাসকষ্ট ও স্ট্রোকে আক্রান্ত হয়ে চারদিন ধরে বাবা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা বারবার চিকিৎসককে ডাকলেও তিনি আসেননি। সময়মতো চিকিৎসা পেলে হয়ত বাবা বেঁচে যেতেন।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর স্বজনরা ক্ষুব্ধ হয়ে ডা. আব্দুল কাদেরের ওপর চড়াও হন। তাদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় চিকিৎসকের। পরে হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন দুই বন্দির মৃত্যু
চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, জরুরি বিভাগে সবসময় রোগীর চাপ থাকে। প্রথমে ইন্টার্ন চিকিৎসক পাঠানো হয় এবং তাদের রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়। তবে রোগীর স্বজনরা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার ও মারধরের চেষ্টা করেন, ফলে পুলিশের সহায়তা নিতে হয়।
চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, ‘জরুরি বিভাগে সব সময়ই রোগীর চাপ থাকে। সব সময় ওয়ার্ডে যাওয়ার সুযোগ হয়ে উঠে না। প্রথমে ইন্টার্ন চিকিৎসককে পাঠানো হয়, তারা রোগীর প্রাথমিক পরিস্থিতি জানালে আমরা সেই মোতাবেক চিকিৎসা দেই।’
তিনি আরও অভিযোগ করেন, ‘রোগীর স্বজনরা জরুরি বিভাগে এসে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, গালিগালাজ ও মারধরের চেষ্টা করেছেন। এ কারণে আমাকে পুলিশের সহায়তা নিতে হয়েছে।’
এদিকে, রাত প্রায় ১১টার দিকে অ্যাম্বুলেন্সে করে আব্দুল মোমিন মালিতার লাশ তার গ্রামের বাড়ি গোপালপুরের উদ্দেশ্যে সদর হাসপাতাল থেকে নিয়ে যান পরিবারের সদস্যরা।
এ বিষয়ে জানতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিকেল চিকিৎসা কর্মকর্তাকে (আরএমও) একাধিবার কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
২১৩ দিন আগে
কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার বরইতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহ আলম ওই উপজেলার পহরচাঁদা গোবিন্দপুর সীমান্তের পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী।
স্থানীয় ব্যবসায়ী মো. কাদের বলেন, সকাল ৮টার দিকে ওই বৃদ্ধকে রেললাইন ধরে হাটতে দেখে যায়। কিছুক্ষণ পর ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করে। পরে রেললাইনের পাশে বৃদ্ধের লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী কর্তৃপক্ষকে খবর দেন।
গোলাম রাব্বানী জানান, ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর বিষয়টি রেলওয়ে পুলিশ তদন্ত করছে।
আরও পড়ুন: কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু
কক্সবাজারে ভোট দিতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ১
৬৯১ দিন আগে
রাজধানীতে মোবাইলে কথা বলার সময় ট্রেন দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
রাজধানীর কাওরানবাজারে সোমবার বিকালে দুই ট্রেনের মাঝে পড়ে ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত কাশেম মিয়া (৬০) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে ফার্মগেটের মনিপুরী পাড়ায় থাকতেন।
ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফারুক আহমেদ বলেন, কাওরানবাজার মাছপট্টি এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কাশেম মিয়া মোবাইল ফোনে কথা বলছিলেন। হঠাৎ দুটি ট্রেনের মাঝখানে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশের এই কর্মকর্তা বলেন, নিহতের স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ তার স্ত্রী রেহেনা বেগম ও ছেলে জাকির হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে ট্রেনের ধাক্কায় শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু
দিনাজপুরে ট্রাক ও ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু
৭৪৫ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত ইস্তিয়াক হোসেন খাঁন (৭০) রাজধানীর শান্তিবাগ এলাকার বাসিন্দা।
রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ৯টা ২০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আরও পড়ুন: সিলেটে বৃদ্ধের লাশ উদ্ধার
মিরপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
৮২৪ দিন আগে
সিলেটের ওসমানীনগরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
সিলেটের ওসমানীনগর উপজেলায় বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে।
নিহতের নাম আব্দুল মছব্বির (৬৫)।
দুই সন্তানের জনক আব্দুল মছব্বির উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের বাসিন্ধা।
জানা যায়, বুধবার (৩ মে) বিকাল সাড়ে ৪টায় তার বাড়ির নিকটস্থ হাওরে গৃহপালিত একটি ভেড়া আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পরিবার ও বাড়ির আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দিপংকর দেব শিবু।
আরও পড়ুন: চৌগাছায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
পাবনায় পৃথক বজ্রপাতে কলেজ ছাত্রসহ ৩ জনের মৃত্যু
৯৪৬ দিন আগে
কালীগঞ্জে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জে তেঁতুল গাছ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আয়নাল মিয়া (৬৬) ওই এলাকার বাসিন্দা।
কাকিনা ইউনিয়নের গোপালরায় (৪ নং ওয়ার্ড) ইউপি সদস্য আতাউজ্জামান রঞ্জ এ তথ্য নিশ্চিত করে জানান, নিজের গাছ থেকে বিকালে তেঁতুল পাড়ার জন্য গাছে ওঠেন আয়নাল। এ সময় গাছ থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আয়নালকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নাচোলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
সাতক্ষীরায় বিজিবি সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
চট্টগ্রামে ভারতের ভিসা নিতে গিয়ে পদদলিত হয়ে বৃদ্ধের মৃত্যু
১০৭০ দিন আগে
নাচোলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে হুসেন আলী (৬৬) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নাচোল রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হুসেন আলী ওই উপজেলার গুঠাইল গ্রামের মৃত সাইফুদ্দিনের ছেলে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
নচোল পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম জানান, হুসেন আলী সকাল ১১টার দিকে নাচোল রেল স্টেশনের পশ্চিম দিকে রেললাইনে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিলেন। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুরগামী কমিউটারট্রেনটি দ্রুত চলে এলে তিনি রেল লাইন থেকে সরবার আগেই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানা পুলিশ পাঠানো হয়েছিলো। তবে ঘটনাস্থল রেললাইন হওয়ায় এটি দেখার বিষয় রেলওয়ে পুলিশের।
এছাড়া জিআরপি পুলিশ জানায়, লাশটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে কৃষি শ্রমিকের মৃত্যু
ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লো রাজমিস্ত্রি
১০৮২ দিন আগে
সাতক্ষীরায় বিজিবি সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
সাতক্ষীরা সদর উপজেলায় এক বিজিবি সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের মাধবকাটি অন্নের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেরমত আলী (৭০) সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি গ্রামের মৃত মুনসুফ আলীর ছেলে।
আরও পড়ুন: চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
মাধবকাটি গ্রামের বাবুরালী জানান, শুক্রবার সকালে হেরমত আলী বাইসাইকেল চড়ে বাড়ি থেকে সাতক্ষীরায় আসছিলেন। পথিমধ্যে সাড়ে ৯টার দিকে অন্নের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক বিজিবি সদস্যের মোটরসাইকেল তাকে ধাক্কা মারে। এতে তিরি রাস্তায় পড়ে যান। ওই বিজিবি সদস্য আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাধবকাটি মোড়ের এক গ্রাম ডাক্তারের কাছে ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসেন। সদর হাসপাতালে চিকিৎিসাধীন অবস্থায় সকাল ১০ টার দিকে চিকিৎসক হেরমতকে মৃত ঘোষণা করেন।
তবে দুর্ঘটনার শিকার বিজিবি সদস্যের পরিচয় তারা জানাতে পারেননি।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য নিহত হেরমতের লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: চাঁদপুরে বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত, ৭ গরুর মৃত্যু
১১২৬ দিন আগে
চট্টগ্রামে ভারতের ভিসা নিতে গিয়ে পদদলিত হয়ে বৃদ্ধের মৃত্যু
চিকিৎসার জন্য ভারতে যেতে ভিসার জন্য চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে পদদলিত হয়ে অজিত কুমার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর খুলশী থানাধীন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুই দিন ধরে এই কেন্দ্রের সামনে ভিসা প্রত্যাশী মানুষের প্রচন্ড ভিড় লেগে আছে। সোমবার বিকালে বৃষ্টির মধ্যে ভিড়ের চাপে পদদলিত হয় ওই বৃদ্ধ।
আরও পড়ুন: গোয়ালন্দে আগুনে পুড়ে বৃদ্ধা ও শিশুর মৃত্যু
আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। তিনি চিকিৎসার জন্য ভারতে যেতে চেয়েছিলেন।
সিএমপি’র খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মৃত অজিত কুমারের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়।
আরও পড়ুন: করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৯
সিভিল সার্জনের ভুল সিজারে নবজাতকের মৃত্যুর অভিযোগ
১১৪৪ দিন আগে