বরিশালের কীর্তনখোলা নদীতে ঢাকাগামী এমভি পারাবাত-১১ লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবে একজন নিখোঁজ রয়েছেন।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে নদীর মকবুলের টেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে বরিশাল সদর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও লঞ্চের কেরানি জানিয়েছেন।
এ ঘটনায় লঞ্চের তলা ফেটে গেছে। পরে লঞ্চটি কীর্তনখোলা নদীর সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামছড়ি এলাকার চরে উঠিয়ে দেওয়া হয়।
লঞ্চটির কেরানি মো. তুহিন বলেন, বরিশাল নৌবন্দর থেকে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। নদীর মকবুলের টেক এলাকার মোড় অতিক্রমকালে লঞ্চটির সামনে একটি বাল্কহেড পড়ে। ভুল পাশে থাকা বাল্কহেড তখন আড়াআড়িভাবে ঘুরিয়ে দেয়। এতে লঞ্চের চালক নিয়ন্ত্রণ রাখতে না পেরে বাল্কহেডের উপর উঠিয়ে দেয়। ফলে বাল্কহেডটি ডুবে যায়।
আরও পড়ুন: রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে দুই কলেজ শিক্ষার্থী নিখোঁজ
তুহিন আরও বলেন, বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে লঞ্চের পানির লেভেল থেকে একটু উপরের অংশ ফেটে গিয়ে পানি প্রবেশ করে। তখন লঞ্চটিকে একটি চরে উঠিয়ে দেওয়া হয়।
বরিশাল সদর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, সিলেট থেকে বালু নিয়ে বাল্কহেডটি বরগুনার উদ্দেশে যাচ্ছিল। লঞ্চের সঙ্গে সংঘর্ষে বাল্কহেড ডুবে যায়।
তিনি আরও বলেন, নিখোঁজ মো. রাকিব খান বাল্কহেডের কর্মচারী। সে বরগুনার তালতলী উপজেলার মোরানিদ্রা এলাকার বিল্লাল খানের ছেলে।
ওসি জানান, নিখোঁজের সন্ধানে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
আরও পড়ুন: চাঁদপুরে নিখোঁজের ৪দিন পর শিশুর লাশ উদ্ধার
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ ২ শিক্ষার্থীর ১ জনের লাশ উদ্ধার