রাজশাহীর নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শনিবার (১০ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো- নগরীর মেহেরচন্ডি এলাকার সাইদুর রহমানের ছেলে গোলাম সারোয়ার সাইম (১৭) ও নগরীর দরগাপাড়া এলাকার মৃত খাজা মইন উদ্দিনের ছেলে রিফাত খন্দকার (১৭)। রিফাত ও গোলাম সারোয়ার রাজশাহীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র।
আরও পড়ুন: পদ্মায় গোসল করতে নেমে যুবকের মৃত্যু
স্থানীয়রা জানান, রাজশাহীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চার শিক্ষার্থী বেলা ১১টার দিকে পদ্মা নদীতে গোসল করতে নামে। এক সময় তারা পদ্মার গভীর পানির দিকে গেলে সাঁতার না জানায় রিফাত ও সারোয়ার তলিয়ে যায়।
তাদের সঙ্গে থাকা নাসির হাসানসহ দুইজন শিক্ষার্থী পাড়ে উঠে আসে। তারা পাড়ে উঠা আশপাশের লোকজনদের বিষয়টি জানালে স্থানীয় লোকজন তাদের উদ্ধারে পদ্মায় নামে।
এরই মধ্যে স্থানীয়রা রাজশাহীর ফায়ার সার্ভিসে খবর দিলে খবর পেয়ে রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু করেছে।
পাড়ে উঠে আসা শিক্ষার্থী নাসির হাসান জানায়, তারা চারজন ছিল। গোসল করতে নেমে গভীর পানির দিকে গিয়ে সারোয়ার ও রিফাত তলিয়ে যাওয়ার সময় তারা চেষ্টা করেছে উদ্ধারে। কিন্তু তারাও সাঁতার না জানায় উদ্ধার করতে পারেনি।
রাজশাহীর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওহিদুল ইসলাম জানান, দুই শিক্ষার্থীকে উদ্ধারে জোর প্রচেষ্টা চলছে। দুপুর ২টা পর্যন্ত তল্লাশি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।
আরও পড়ুন: পদ্মায় গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু