বরিশালে বেপড়োয়া একটি ট্রাক উল্টে পুকুরে পড়ে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২১ জন।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. বিপুল হোসেন জানান, আজ বিকাল সাড়ে ৪টার দিকে বেঁদে সম্প্রদায়ের লোকজন নিয়ে বরিশালের উদ্দেশে যাচ্ছিল একটি ট্রাক। দ্রুতগতির ওই ট্রাকটি দুর্ঘটনাস্থল অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে উল্টে পড়ে।
তিনি আরও জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ২৩ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে তাদের উজিরপুর উপজেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা দুইজনকে মৃত ঘোষণা করেন।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এখন পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩