বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক বাগেরহাটের দশানী এবং শরণখোলার উপজেলার বলেশ্বর নদী পাড়ে বগী গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন।
আরও পড়ুন: অ্যাপের মাধ্যমে ভূমি সংক্রান্ত সব সেবা, বদলে যাচ্ছে সেকেলে চিত্র
জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, প্রধানমন্ত্রীর নীতির ভিত্তিতে সরকারে উন্নয়ন প্রকল্পে অধিগ্রহণ করা ভূমি মালিকদের ক্ষতিপূরণ বাবদ টাকার চেক বাড়ি বাড়ি গিয়ে হাতে হাতে পৌঁছে দিচ্ছি। এই ক্ষেত্রে বিদ্যমান দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে বলে তিনি জানান।
সংশ্লিষ্টরা জানান, বাগেরহাটের দশানী এলাকায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয় নির্মাণের জন্য অধিগ্রহণ করা এক একর জমির ক্ষতিপূরণ বাবদ খাদেম মনিরুল আলম ও রওশান আরা বেগম দম্পতির হাতে সকালে জেলা প্রশাসক ৮ কোটি ১০ লাখ ৭৪ হাজার ১২৫ টাকার চেক তুলে দেন। পরে শরণখোলা উপজেলার বলেশ্বর নদী পাড়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য অধিগ্রহণ করা ২৩ জন ভূমি মালিকের হাতে ক্ষতিপূরণ বাবদ ৫৪ লাখ টাকার চেক তুলে দেয়া হয়। বাড়ি বসে ক্ষতিপূরণের টাকার চেক হাতে পেয়ে ভূমি মালিকরা খুঁশির কথা জানালেন।
আরও পড়ুন: ফরিদপুর নদী বন্দরের ভূমি অধিগ্রহণ ও ফোরশোর ম্যাপ প্রস্তুতির জন্য ইজারা বন্ধ
চেক হাতে পেয়ে খাদেম মনিরুল আলম বলেন, কোনো রকম ঝামেলা ছাড়া বাড়ি বসে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকার চেক হাতে পেয়েছি। জেলা প্রশাসক নিজে বাড়ি এসে টাকার চেক তুলে দেবে আগে ভাবতে পারিনি।
চেক হস্তান্তরের সময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহীনুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটারের) মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাগেরহাটে বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হচ্ছে ভূমি অধিগ্রহণের টাকা