বান্দরবান জেলার রুমা ও থানচি উপজেলার কিছু ইউনিয়ন দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এবং সেখানে যোগাযোগ ব্যবস্থা না থাকায় সরকারি সামগ্রী পৌঁছানো সম্ভব হচ্ছিল না।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফট্যানেন্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ জানান, এ অবস্থায় বান্দরবান জেলা প্রশাসন এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ওই সব এলাকায় দুস্থ মানুষদের সহায়তার ত্রাণ পৌঁছে দেয়ার জন্য বান্দরবান সেনা রিজিয়নের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট সহযোগিতা চায়।
এ প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের (চট্টগ্রাম সেনানিবাস) সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ‘আর্মি এভিয়েশন’ এর একটি হেলিকপ্টারে করে দুর্গম এলাকায় চাল, ডাল, লবণ ও সাবানসহ বিভিন্ন প্রকার ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হয়।
এসব ত্রাণসামগ্রী স্থানীয় হেডম্যান, কারবারী ও জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হয়।
এ সময় বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডারসহ স্থানীয় হেডম্যান এবং ওইসব পাড়ার কারবারীরা উপস্থিত ছিলেন বলে জানান আইএসপিআরের এ পরিচালক।