অপহরণে ব্যর্থ হয়ে হামলা করে ছাত্রীর বাড়িতে ভাঙচুরসহ ছাত্রীর মা-বাবা ও মামাকে মারধর করে অভিযুক্তরা।
উপজেলার কৈখালী বাজার এলাকায় বৃহস্পতিবার দুপুরের এ ঘটনায় ওইদিন রাতে ছাত্রীর মামা বাদী হয়ে কাঁঠালিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা গেছে, উপজেলার মহিষকান্দি গ্রামের মোশারেফ হোসেনের ছেলে মালয়েশিয়া প্রবাসী মো. মহিউদ্দিন বিয়ে করার জন্য দেশে ফিরে আসে। সম্প্রতি তিনি পশ্চিম চেচরী গ্রামের এক কলেজছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় মহিউদ্দিন দলবল নিয়ে বৃহস্পতিবার দুপুরে মেয়ের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। তারা ওই ছাত্রীকে জোর করে তুলে নেয়ার চেষ্টা করে। এতে বাধা দিতে গেলে ছাত্রীর মা-বাবা ও মামাকে মারধর করে তারা। এসময় ছাত্রীর বোনকে অপহরণেরও হুমকি দেয়। এ ঘটনায় ছাত্রীর মামা মহিউদ্দিনসহ সাতজনকে আসামি করে কাঁঠালিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার অপর আসামিরা হলেন- মিরাজ খান (৩০),পলাশ (২৫), সাইফুল ইসলাম (৪০), মারুফ হোসেন (২৫), তুষার (২৫) ও রিয়ামনি আক্তার।
এব্যাপারে কাঁঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাজী সাখাওয়াত হোসেন বলেন, জোরপূর্বক ছাত্রী অপহরণ, ঘর-বাড়ি ভাঙচুর ও পরিবারকে জিম্মি করার ঘটনায় ওই ছাত্রীর মামা একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।