অপহরণের চেষ্টা
জমি নিয়ে বিরোধে ঝিনাইদহে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জের ধরে নামে এক স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় শুক্রবার (২১ জানুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে।
আহত জান্নাতুল মাওয়া রাত্রি চাকলপাড়ার আশরাফুল ইসলামের মেয়ে ও ঝিনাইদহ গার্লস স্কুলের নবম শ্রেণির ছাত্রী।
আরও পড়ুন: বান্দরবানে স্ত্রীকে হত্যার পর স্বামীকে ‘অপহরণ’
আহত ছাত্রীর মা শরীফা পারভীনের অভিযোগ, চাকলাপাড়া বুলু মিয়া সড়কে ২০৭ দাগে ৫ শতাংশ জমি কিনে তিনি স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করেন। জমি কেনার পর থেকেই প্রতিবেশী আব্দুর রাজ্জাকের ছেলে সোহানুর রহমান রানা নানাভাবে তাদের হয়রানি করে আসছেন। তাদের কাছে জমি বিক্রি করে এলাকা না ছাড়লে মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়া হয়েছে। স্বামী আব্দুর রাজ্জাক ক্যান্সারে আক্রান্ত হওয়ায় নীরব থেকেছেন। শুক্রবার বিকালে প্রতিবেশি সোহানুর রহমান রানার নেতৃত্বে পাঁচ জন লোক এসে অতর্কিতভাবে বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ৫০ হাজার টাকা ও স্কুলছাত্রী রাত্রিকে তুলে নিয়ে যায়। প্রতিবেশীদের সহায়তায় রাত্রিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুন: ঝিনাইদহে অপহরণ মামলা তুলে না নেয়ায় বাদীকে মারধর
এ ঘটনায় স্কুল ছাত্রী রাত্রির মা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি এজাহার দিয়েছেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘এ বিষয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আমরা আইনানুগ ব্যবস্থা নিবো।’
২ বছর আগে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে অপহরণের চেষ্টা
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মালয়েশিয়া প্রবাসী এক যুবকের বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
৪ বছর আগে