৯৬ বছর বয়সী মালেকা বেগম হাসপাতালে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত ভিআইপি কেবিনে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজ উদ্দিন বুধবার দুপুরে জানান, মালেকা বেগম দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন। তার কিডনি রোগসহ নানা সমস্যাও দেখা দিয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন এ চিকিৎসক।
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাইয়ের ছেলে অধ্যক্ষ মো. সেলিম জানান, তার দাদির হাত-পা ফুলে গেছে। মঙ্গলবার হঠাৎ করে তার খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গেলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে দুপুরে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা দেয়া প্রয়োজন। কিন্তু তার পরিবারের পক্ষে এ ব্যয় বহনের সামর্থ্য নেই। তাই প্রধানমন্ত্রীর কাছে এ বীরমাতার উন্নত চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন অধ্যক্ষ সেলিম।
এদিকে, বুধবার সকালে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার হাসপাতালে বীরমাতা মালেকা বেগমকে দেখতে যান এবং তার খোঁজখবর নেন।
ভোলা সদর উপজেলার আলীনগর মৌটুপি গ্রামের মোস্তফা কামাল নগরের বাড়িতে বড় ছেলে ও নাতিদের সঙ্গে থাকেন মালেকা বেগম।