বেনাপোলের সীমান্তবর্তী পুটখালী গ্রাম থেকে শুক্রবার দুপুরে অস্ত্রসহ এক ইউনিয়ন পরিষদ সদস্যকে আটক করেছে র্যাব।
আটক হবিবর রহমান ওই গ্রামের কোরবান বিশ্বাসের ছেলে ও পুটখালী ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য।
যশোর র্যাব-৬-এর কোম্পানি কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট সরোয়ার হুসাইন জানান, ভারত থেকে বিপুল পরিমাণ অস্ত্রের চালান এনে পুটখালীতে মজুদ করা হচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে র্যাব সদস্যরা হবিবর রহমানের বাড়িতে অভিযান চালায়।
এ সময় নয়টি নাইন এমএম পিস্তল, ১৯টি ম্যাগজিন ও ৪৯ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
আটক ইউপি সদস্য দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসায় জড়িত বলে র্যাব কর্তৃপক্ষ জানায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।