লালমনিরহাটের কালীগঞ্জে ভুট্টাক্ষেত থেকে একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) উপজেলার ভোটমারি ইউনিয়নের একটি ভুট্টাক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।
শিশুটিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার স্বজনরা। হত্যার আগে তাকে ধর্ষণ বা ধর্ষণচেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
জান্নাতি (১৩) নামে নিহত শিশুটি ভোটমারি ইউনিয়নের শৈলমারী এলাকার ফজু মিয়ার মেয়ে। সে চর শৌলমারির স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে যবিপ্রবির শিক্ষক বরখাস্ত
এলাকাবাসী ও পরিবার জানায়, ‘বুধবার চারজনের একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত দল তাকে রান্না ঘর থেকে তুলে নিয়ে হত্যার পর বাড়ির পাশের ভুট্টা খেতে ফেলে রেখে গেছে। তারা জানায়, শিশুটির দুই হাত ভাঙা ছিল। মুখে মাটি ঢুকিয়ে শ্বাসরোধ করা হয়েছে।’
জান্নাতির বাবা-মা জানায়, ওই দিন সন্ধ্যার সময় চুলায় রান্না বসিয়ে জান্নাতিকে রান্না ঘরে রেখে একই গ্রামের নানার বাড়িতে গিয়েছিলেন তার মা। সেখান থেকে আসার পর রান্নাঘরে মেয়েকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজ করেন তারা। এমন সময় বাড়ি থেকে একটু দূরে থাকা ভুট্টা খেতে গিয়ে মেয়ের লাশ দেখতে পান।
ওসি সেলিম মালিক জানান, কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় ওই গ্রামের সন্দেহজনক একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জান্নাতির বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন বলে নিশ্চিত করেন তিনি।