ভুট্টা খেত
কুড়িগ্রামে ভুট্টা খেতে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ীর উপজেলায় ভুট্টা খেত থেকে ক্ষতবিক্ষত অজ্ঞাত একজনের লাশ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকালে ধরলা নদীর চরের পশ্চিম ধনীরাম গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কক্সবাজারের হোটেল থেকে পর্যটকের লাশ উদ্ধার
ভুট্টা খেত মালিক স্থানীয় শাহ আলম জানান, শনিবার দুপুরে গবাদিপশুর ঘাস সংগ্রহের জন্য একদল নারী তার ভুট্টা খেতে প্রবেশ করে লাশটি দেখে এলাকাবাসীকে জানায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, ঘটনা জানার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
তিনি আরও জানান, আমাদের পুলিশ ও সিআইডি গুরুত্ব সহকারে কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্তের জন্য রাতে কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় পদ্মার চর থেকে যুবকের ৯ টুকরা লাশ উদ্ধার
গাইবান্ধায় অজ্ঞাতনামা ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার
১০ মাস আগে
কুষ্টিয়ায় ভুট্টা খেত থেকে যুবকের লাশ উদ্ধার
কুষ্টিয়া সদরের একটি ভুট্টা খেতে থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার বারুইপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শুভ হোসেন একই গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: পটুয়াখালীতে আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
নিহতের বাবার বরাত দিয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর জানান, বাশঁগ্রাম কলেজে ভর্তির জন্য কাগজপত্র জমা দিয়েছে শুভ। বৃহস্পতিবার ভর্তির জন্য তার বাবার কাছ থেকে পাঁচ হাজার টাকা নেয়। কিন্তু ওই টাকা অন্যত্র খরচ করে আবারও টাকা দাবি করে শুভ। এ নিয়ে বাবা আমিরুল ইসলামের সঙ্গে রাগারাগি করে শুক্রবার বাড়ি ছেড়ে চলে যান তিনি। রবিবার তার লাশ পাওয়া যায়।
আরও পড়ুন: লালমনিহাটে নার্সিং কলেজের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
এসআই জানান, লাশের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল করার সময় তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আত্মহত্যারও কোন আলামত মেলেনি। এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
২ বছর আগে
নাটোরে নিখোঁজ ব্যক্তির লাশ ভুট্টা খেত থেকে উদ্ধার
নাটোরের গুরুদাসপুরে নিখোঁজ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার গোপীনাথপুর বাজারে একটি ভুট্টা খেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ফকির চাঁদ (৫৫) একই এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: লালমনিহাটে নার্সিং কলেজের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
পরিবারের বরাত দিয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ফকির চাঁদ স্থানীয় গোপীনাথপুর বাজারে তার ছেলে বশির উদ্দিনের দোকান থেকে চা খেয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। শুক্রবার সকালে ওই এলাকার একটি ভুট্টা খেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: নিখোঁজের ২৫ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
এই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।
২ বছর আগে