মাগুরায় আরও তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল আটজনে।
মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, আক্রান্ত তিনজনের মধ্যে একজন শ্রীপুর উপজেলার খামার পাড়া গ্রামের বাসিন্দা এবং অপর দুজন মাগুরা শহরের কলেজ পাড়া ও পুলিশ লাইন পাড়ার বাসিন্দা। বর্তমানে আক্রান্ত তিনজনই নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছে। প্রয়োজনে তাদেরকে মাগুরা হাসপাতালে স্থানান্তর করা হবে।
এ পর্যন্ত জেলায় মোট ২৭৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে সিভিল সার্জন জানিয়েছেন।
মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম জানান, আক্রান্ত তিনজনের বাড়ি লকডাউন করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলার সর্বত্র পুলিশ ও সেনা টহল জোরদার করা হয়েছে এবং দোকানপাট ও গণপরিবহন বন্ধ রয়েছে।