যশোরের অভয়নগরের নাউলীতে প্রবাস ফেরত হাসান খালাসী (৩০) নামে এক যুবককে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। নিহত হাসান উপজেলার নাউলি গ্রামের হাবিবুর রহমান খালাসীর ছোট ছেলে।
রবিবার (১৫ জুন) উপজেলার নাউলী গ্রামের একটি মাছের ঘের থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানান, দীর্ঘ আট বছর কুয়েতে প্রবাসী জীবন শেষে আড়াই মাস আগে দেশে ফিরে আসেন হাসান। দেশে ফিরে দুই মাস আগে বিবাহও করেন তিনি। প্রতিদিনের মতো বন্ধুদের সঙ্গে রাত পর্যন্ত আড্ডা দিচ্ছিলেন হাসান।
আরও পড়ুন: গোপালগঞ্জে ছয় যানবহনের সংঘর্ষ, নিহত ২
পরে রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। ভোরে স্থানীয়রা মাছের ঘেরে হাসানের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ‘কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা পুলিশ খতিয়ে দেখছে। হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে স্থানীয় দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে।