মাছের ঘের
জৈন্তাপুরের মাছের ঘের থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে ফাহাদ আহমেদ (৩৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকাল ৪টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং হাইওয়ে থানার কাছের একটি মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: টাঙ্গাইলে গরুবাহী ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩, আহত ২
ফাহাদ আহমেদ জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কুড়গ্রামের বাসিন্দা জামাল উদ্দীনের ছেলে।
তিনি কাটাগাং এলাকায় জমি লিজ নিয়ে মাছ চাষ করতেন।
স্থানীয় এলাকাবাসী জানান, নিজ মাছের ঘেরে বৈদ্যুতিক লাইন থেকে শক লেগে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, কীভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শক লেগে তার মৃত্যু হতে পারে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটে ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে ২ জন নিহত
সিলেটে চিনিভর্তি ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
৫ মাস আগে
ঘূর্ণিঝড় রিমাল: পটুয়াখালীতে মাছের ঘের, পুকুরসহ ৭৬০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
পটুয়াখালীতে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। বিধ্বস্ত হয়েছে অন্তত ৭৬০টি ঘরবাড়ি। এর মধ্যে ১৪০টি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আর আংশিক বিধ্বস্ত হয়েছে ৫২০টি।
এছাড়া জেলায় ৯ হাজার ১০৫টি পুকুর, ৭৬৫টি মাছে ঘের এবং ১২০টি কাঁকড়া ঘের প্লাবিত হয়েছে। এখনো পানিবন্দি রয়েছে হাজার হাজার পরিবার।
এদিকে অস্বাভাবিক জোয়ারের সময় সৃষ্ট জলোচ্ছ্বাসে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর, খ্রিষ্টান পল্লী, পশ্চিম হাজীপুর, নবীপুর, ফতেহপুরসহ ৫টি গ্রাম প্লাবিত হয়েছে।
আরও পড়ুন: কালবৈশাখীতে ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি-বাড়ি বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক লাইন
জোয়ারে জালালপুর গ্রাম সংলগ্ন বন্যানিয়ন্ত্রণ বাঁধের উপর থেকে পানি লোকালয়ে প্রবেশ করেছে। বিভিন্ন ইউনিয়নের অন্তত ৩০টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
জেলা প্রশাসনের তথ্যমতে, জেলায় ৯ হাজার ১০৫টি পুকুর, ৭৬৫টি মাছের ঘের এবং ১২০টি কাঁকড়ার ঘের প্লাবিত হয়েছে। এতে মৎস্য চাষিদের ১৩ কোটি ৩৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া জেলায় ৩ হাজার ৫০০টি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত এবং হাজার হাজার গাছপালা উপড়ে পড়েছে।
কলাপাড়ার ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, ঝড়ে অন্তত ৭৬০টি পরিবারের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এরমধ্যে ১৪০টি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।
পল্লী বিদ্যুতের কলাপাড়া কার্যালয়ের ডিজিএম সজীব পাল বলেন, ঝড়ে গাছপালা উপড়ে পড়ে অনেক এলাকায় বিদ্যুতের তার ছিড়ে গেছে, খুঁটি উপড়ে পড়েছে। যার কারণে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা সচল করা যাচ্ছে না।
এছাড়াও পটুয়াখালীতে ৩ কিলোমিটার ও কলাপাড়া উপজেলায় ৪ কিলোমিটার বাঁধের আংশিক বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
পটুয়াখালী জেলা প্রশাসক নুর কুতুবুল আলম বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা সোমবার মন্ত্রণালয়ে পাঠানো হবে।
তিনি আরও বলেন, আশা করছি ক্ষতিগ্রস্তরা সহায়তা পাবে। এদিকে জেলার বিভিন্নস্থানে পড়ে থাকা গাছ সরানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রিমাল: সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত ৮ শতাধিক ঘরবাড়ি, মৃত্যু ১
ঘূর্ণিঝড় রিমাল: ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে বিজিবি
৫ মাস আগে
মাছের ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে কৃষক খুন
নড়াইলের কালিয়া উপজেলায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারলো অস্ত্রের আঘাতে ইসরাফিল মোল্যা নামে এক কৃষক খুন হয়েছেন।
রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাচুড়ী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক ইসরাফিল উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত হক মিয়ার ছেলে।
আরও পড়ুন: শিবগঞ্জে বাবার হাতে ছেলে খুনের অভিযোগ
স্থানীয়রা জানান, কৃষ্ণপুর গ্রামের মালেক মোল্যার ছেলে নফু মোল্যার সঙ্গে একই গ্রামের আনোয়ার ফকিরের ছেলে প্রিন্সের চাচুড়ী বিলের একটি মাছের ঘের নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত এক বছর ধরে এ নিয়ে একাধিক হামলা-পাল্টা হামলা হয়। এ নিয়ে উভয় পক্ষের চারটি মামলা চলমান।
সর্বশেষ শনিবার বিকাল থেকে ওই মাছের ঘের দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। পরে রবিবার সকালে প্রিন্সের লোকেরা ওই ঘেরে গেলে নফু মোল্যার লোকজন বাধা দিলে দুপক্ষ সংঘর্ষে জড়ায়।
একপর্যায়ে নফু মোল্যার সমর্থক ইসরাফিল মোল্যা গুরুতর আহত হন। পরে পরিবার ও স্থানীয়রা ইসরাফিলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নড়াইর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুজল বকসি বলেন, ইসরাফিল মোল্যা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের দাগ রয়েছে।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: কক্সবাজারে দাদিকে বাঁচাতে গিয়ে নাতি খুন
সিলেটে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক খুনের অভিযোগ, গ্রেপ্তার ২
৯ মাস আগে
বাগেরহাটে আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ
বাগেরহাটে মাছের ঘের নিয়ে বিরোধের জেরে আনারুল শেখ (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৭ জুন) বিকালে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আনারুল শেখ বাগেরহাট পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং বাগেরহাট পৌর শহরের বাসাবাটি এলাকার আব্দুল গণি শেখের ছেলে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে সদরের বৈটপুর এলাকার মাছের ঘের থেকে ফেরার পথে পিরোজপুর-বাগেরহাট মহাসড়কের বাগেরহাট মেরিন ইনস্টিটিউটের সামনে হামলার শিকার হন আনারুল।
হামালাকারিরা লাঠিসোটা ও লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারধর করে রাস্তার ওপর ফেলে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় আনারুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ওইদিন বিকালে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, মাছের ঘের নিয়ে বাচ্চু শেখের সঙ্গে কালাম বয়াতির দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে আনারুল শেখকে পিটিয়ে আহত করা হয়। পরে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি বলেন, পরিবারের কাছে আনারুলের লাশ হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডে যারা অংশ নিয়েছে তার কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। হত্যাকারীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
তবে রবিবার সন্ধ্যায় এরিপোর্ট লেখার সময় পর্যন্ত থানায় এজাহার পাওয়া যায়নি বলে ওসি জানান।
আরও পড়ুন: মুক্তি পেয়েছেন বঙ্গবন্ধুর ৬ খুনিসহ ২৬ জনকে ফাঁসিতে ঝোলানো ‘জল্লাদ’ শাহজাহান
সাংবাদিক রব্বানীর খুনিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন: এমএসএফ
১ বছর আগে
শরীয়তপুরে মাছের ঘেরে মিলল ৮ ফুট কুমির
শরীয়তপুর গোসাইরহাট উপজেলায় এক মাছের ঘের থেকে কুমির উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন এর দৈর্ঘ্য ৮ ফুট।
সোমবার রাত ৮টায় উপজেলার আলাওলপুর ইউনিয়নের পাজালকান্দি গ্রামের খলিল কাজির মাছের ঘের থেকে কুমিরটি উদ্ধার করে স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছেন আলাওলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান বেপারী। স্থানীয়রা বলেন, এত বড় একটি কুমির এখানে কীভাবে আসলো, সেটি নিয়ে আমরা এখন আতঙ্কে আছি। আমাদের বাড়ির পাশে ছোট একটি নদী আছে। এখানে এতো বড় কুমির থাকার কথা না। এরকম কুমির সাধারণত খুলনা-বাগেরহাট এলাকায় দেখা যায়।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দর থেকে ৫৬টি স্বর্ণের বার উদ্ধার
ওসমান বেপারী জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পাজালকান্দি এলাকার মো. খলিল কাজির মাছের ঘেরের পাড়ে এক গর্ত দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরবর্তীতে ফাঁদ পেতে কুমিরটি ধরা হয়। কুমিরটি বর্তমানে পাজালকান্দি এলাকায় শিকল ও রশি দিয়ে বাঁধা আছে।
গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফি বিন কবির বলেন, কুমিরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। এব্যাপারে রাতে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের পরিচালকের সঙ্গে কথা বলেছি। তাকে কুমিরের ছবি ও ভিডিও পাঠিয়েছি। তারা দেখে বলেছেন এটা নোনা পানির কুমির। তারা পাঁচ সদস্যর একটি দল মঙ্গলবার সকালে ঢাকা থেকে রওনা দিয়েছেন।
জেলা বন বিভাগ কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মো. সানাউল্লাহ পাটোয়ারী আসবেন। পরে কুমিরটির বিষয়ে প্রেস ব্রিফিং করা হবে।
আরও পড়ুন: নাটোরে যাত্রীবাহী বাস থেকে ২৩ কেজি ওজনের চিত্রা কচ্ছপ উদ্ধার!
একদিনে সমুদ্রে ভেসে যাওয়া ৩ শতাধিক পর্যটক উদ্ধার
২ বছর আগে
যশোরে মাছের ঘের থেকে কন্যাশিশুর লাশ উদ্ধার
যশোরের অভয়নগরে একটি মাছের ঘের থেকে ৮ বছর বয়সী এক কন্যাশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার মধ্যরাতে বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা শফি কামালের মাছের ঘের থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত নাইমা বালিয়াডাঙ্গা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে এবং বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) এ কে এম শামিম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার বিকালে নাইমা বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরে রাত ১১টার দিকে স্থানীয়রা শফি কামালের মাছের ঘেরে কচুরিপানা দিয়ে ঢাকা অবস্থায় নাইমার লাশ দেখতে পায়। পরে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে কে বা কারা নাইমাকে হত্যা করে ঘেরে ফেলে রেখে গেছে। লাশের ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ৭ বছরের শিশুর লাশ উদ্ধার
কালিগঙ্গায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
২ বছর আগে
পায়রার বাঁধ ভেঙে প্লাবিত বরগুনার ৮ গ্রাম, ক্ষতিগ্রস্ত মাছের ঘের
বরগুনার তালতলীতে পায়রা নদীর বেড়িবাঁধ ভেঙে জয়ালভাংগা, নলবুনিয়া ও তেঁতুল বাড়িয়া এলাকার আটটি গ্রাম প্লাবিত হয়েছে। রাতে জোয়ারের প্রবল তোড়ে বাঁধ ভেঙে যায়। এতে পুকুরসহ ৫০টির মতো মাছের ঘের প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্লাবিত গ্রামগুলোর চুলায় পানি উঠায় অনেকেই দুপুরে রান্না করতে পারবে না। গবাদি পশুগুলোকে উঁচু স্থানে নেয়া হয়েছে।এছাড়াও বিষখালী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বরইতলা ফেরি ঘাটটি পানির মধ্যে নিমজ্জিত রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বাঁধ মেরামতের গাফলতির কারণে এই ক্ষয়-ক্ষতি হয়েছে। নদীতে জমিজমা, বসতভিটা বিলিন হয়ে গেছে। অথচ টেঁকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেই কর্তৃপক্ষের।
আরও পড়ুন: ফের প্লাবিত কুড়িগ্রামের নিম্নাঞ্চল, আতঙ্কে চরবাসী
পনি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম সোহাগ জানান, বিকল্প বেড়িবাঁধ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। ইতোমধ্যে এখানে সিআইপি প্রকল্পের ফেস-২ এর সার্ভে কাজ চলমান আছে। দ্রুত স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হবে।
তালতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সাদিক তানভীর জানান, পায়রা নদীর বেড়িবাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। দ্রুত বেড়িবাঁধ মেরামতের জন্য পনি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
আরও পড়ুন: সুনামগঞ্জে নামছে বন্যার পানি
২ বছর আগে
সাতক্ষীরায় মাছের ঘের থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার শ্যামনগরে মাছের ঘের থেকে এক গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে শ্যামনগর উপজেলার মাজাট অনন্তপুর গ্রামের একটি মাছের ঘের থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নুরনাহার বেগম (৪০) ওই গ্রামের আব্দুল গফফার গাজীর স্ত্রী।
আরও পড়ুন: ফরিদপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
পুলিশ জানায়, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে শ্যামনগর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে অনন্তপুর গ্রামের জনৈক মোশারফ হোসেনের মাছের ঘের হতে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
৩ বছর আগে
ডুমুরিয়ায় শিমের বাম্পার ফলন, দাম না পেয়ে হতাশ চাষিরা
খুলনার ডুমুরিয়া উপজেলায় মাছের ঘেরের আইল ও ভিটে বাড়িতে আবাদ হওয়া শিমের এবার বাম্পার ফলন হলেও আশানুরূপ দাম না পাওয়ায় হতাশ চাষিরা।
৩ বছর আগে
বাগেরহাটে মাছের ঘের থেকে নারীর লাশ উদ্ধার
ফকিরহাট উপজেলার সাতবাড়িয়া গ্রামে বাড়ির পাশে মাছের ঘের থেকে বৃহস্পতিবার সকালে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
৪ বছর আগে