মানিকগঞ্জ, ২৬ আগস্ট (ইউএনবি)- মানিকগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে সোমবার সকালে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রুপালী বেগমের (৩০) ওই এলাকার প্রবাসী রাজা মিয়ার স্ত্রী।
পুলিশ সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে মরদেহটি ঘর থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব হবে, বলেন ওসি।