টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামের হরেকৃষ্ণ বাদ্যকার (৫০), তার ছেলে গোবিন্দ বাদ্যকার (২৬), পুত্রবধূ ববিতা রানী (২৪), নাতনি রাধে রানী (৫), ভাইয়ের স্ত্রী খুশী রানী (৫২), ভাতিজা রায় প্রকাশ (৩০) ও দৌলতপুর উপজেলার সমেতপুর গ্রামের অটোরিকশার চালক জামাল শেখ (৩০)।
দৌলতপুর সার্কেলের অতিরিক্ত এসপি তানিয়া সুলতানা জানান, নিহত শিশু রাধে রানীর চিকিৎসার জন্য পরিবারের সবাই মানিকগঞ্জে এক চিকিৎসকের কাছে যাচ্ছিলেন।
আরও পড়ুন: টাঙ্গাইলে থেমে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ৬
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, দুপুরে সিএনজিচালিত একটি অটোরিকশায় তারা দৌলতপুর থেকে মানিকগঞ্জে যাচ্ছিলেন। দুপুর পৌনে ৩টার দিকে মানিকগঞ্জ-দৌলতপুর সড়কের মুলকান্দি এলাকায় একটি যাত্রীবাহী বাসের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ওই সাতজন নিহত হন।
তিনি বলেন, ‘নিহতদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’
দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে বলে ওসি জানান।