যশোর শহরের একটি ইঞ্জিনিয়ারিং কারখানাতে অভিযান চালিয়ে একটি রিভলবার, চার রাউন্ড রিভলবারের গুলি, এক রাউন্ড ওয়ান শুটার গানের গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। এসময় অস্ত্র তৈরির এক কারিগরকে আটকের দাবি করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে শহরের শংকরপুর চোপদারপাড়ায় এ ঘটনা ঘটে।
আটক শাহাদত হোসেন শংকরপুর চোপদারপাড়ার শাহাজাহানের ছেলে।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, অস্ত্রসহ ২ জঙ্গি গ্রেপ্তার: র্যাব
যশোর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপণ কুমার সরকার জানান, চোপদারপাড়ায় একটি অস্ত্র তৈরির কারখানার কথা তারা জানতে পারেন। রাতে ওই ওয়ার্কশপে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, অস্ত্র তৈরির সঙ্গে জড়িত মিস্ত্রি শাহাদতকে আটক করা হয়েছে। আটক শাহাদাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরও পড়ুন: দিনাজপুরে দেড় কেজি হেরোইন ও দেশীয় অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৩