মৃত মহির উদ্দিন (৫৫) দেওয়ানটুলির কাইদাহারা মহল্লার বাসিন্দা।
এ ঘটনায় নিহতের স্ত্রী আলেয়া বেগম তিনজনকে আসামি করে মাহিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে ফিড মিলের মেশিনের বাতাস বের হওয়ার পাইপ দিয়ে শরীর পরিষ্কার করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় সহকর্মী রশিদুল ইসলাম শ্রমিক মহিরের শরীর পরিষ্কার করার সময় সেই পাইপ তার পায়ুপথে ঢুকিয়ে দেন। এতে পেট ফুলে গিয়ে মহির অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক মিলের অন্য শ্রমিকদের সহায়তায় তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের আইসিইউতে কর্মরত চিকিৎসক ডা. জামাল উদ্দিন মিন্টু জানান, পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়ার কারণে মহিরের খাদ্যনালীর নিম্নাংশ ছিঁড়ে যায়। বুধবার অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে লাইফ সার্পোটে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮টায় তিনি মারা যান।
ঘটনার পর থেকে অভিযুক্ত শ্রমিক রশিদুল ইসলাম, জহিরুল ইসলাম বাবু ও জহুরুল ইসলাম পলাতক রয়েছেন।
মামলার বাদী আলেয়া বেগম জানান, অভিযুক্তরা তার স্বামীকে হত্যার উদ্দেশ্যে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দিয়েছেন। আসামিদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
জমজম ফিড মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন আজিজি বলেন, রশিদুলকে শরীর পরিষ্কার করতে বলেছিলেন মহির। রশিদুল পাইপের সাহায্যে শরীর পরিষ্কার করার সময় পায়ুপথে বাতাস ঢুকে যায়। এতে মহির অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান বলেন, ‘পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়ার ঘটনা দুষ্টুমি না অন্য কিছু তা খতিয়ে দেখাসহ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’