রবিবার সকালে বাঙ্গালহালিয়ার জাহাজভাঙা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয় বাঙ্গালহালিয়া ক্যাম্পের সেনাবাহিনী ও ডংছড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা আহতদের উদ্ধার করে কাপ্তাই চন্দ্রঘোনা মিশন হাসপাতালে প্রেরণ করে।
গুরুতর আহত সিএনজি চালককে প্রথমে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে নেয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত অন্যদের পরিচয় জানা যায়নি।
নূর মোহাম্মদ নামে ওই বাসের এক যাত্রী জানান, রাজস্থলী থেকে ছেড়ে আসা রাঙ্গামাটি অভিমুখী যাত্রীবাহী এক বাসের সাথে বিপরীত দিক থেকে একটি সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ হয়।
চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, সকাল সাড়ে ১০টার দিকে রাজস্থলী থেকে রাঙ্গামাটির উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি জাহাজভাঙা নামক স্থানে আসলে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং দুর্ঘটনাকবলিত বাসটি রাস্তার মাঝে উল্টে যায়। এর ফলে রাঙ্গামাটি-বান্দরবান সড়কে দীর্ঘক্ষন যান চলাচলে বন্ধ থাকে। পরে কাপ্তাই জোনের বাঙালহালিয়া সেনাবাহিনী ও কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনা কবলীত যাত্রীদের উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয়রা একটি ট্রাক দিয়ে বাসটি রাস্তা থেকে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয় এবং দুর্ঘটনার পরপরই ওই বাসের হেলপার ও চালক পলাতক রয়েছে বলেও জানান ওসি।