দগ্ধ মোসা. সুমা খাতুন (১৫) ওই গ্রামের সেলিম রেজার মেয়ে। সে বাউটিয়া ইসলামিয়া মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী।
সুমার বাবা জানান, রাতের খাবার খেয়ে সুমা চাচির সাথে টেলিভিশন দেখছিল। সাড়ে ১০টার সময় বাড়ির পাশ দিয়ে যাওয়া দুর্বৃত্তরা জানালা দিয়ে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। এতে মুখ ঝলসে গেলে সুমা মাটিতে লুটিয়ে পড়ে। পরে আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
তিনি বলেন, ‘আমি ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
রামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, মেয়েটির চোখের নিচ থেকে মুখের অংশ ঝলসে গেছে। তাছাড়া তার বাঁ হাতটিও পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে।