রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।
দুপুর ১টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আবুল কালাম (৩৪) বগুড়ার শেরপুর থানা বণিক পাড়ার বাসিন্দা। তিনি জেলা পুলিশে এএসআই হিসেবে কর্মরত ছিলেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, করোনায় আক্রান্ত এ পুলিশ কর্মকর্তাকে গত ২৪ জুন রাজশাহীর পুলিশ লাইন হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়। সেখানেই দুপুর ১টার দিকে তিনি মৃত্যুবরণ করেছেন।
রাজশাহী পুলিশ সুপার মো. শহীদুল্লাহ বলেন, আবুল কালাম জেলা পুলিশে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। তার পোস্টিং ছিল কোর্ট এলাকায়। গত ২২ জুন করোনা পজিটিভ আসে। তাকে গ্রামের বাড়িতেই স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে বলে জানান তিনি।