রামেক হাসপাতাল
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রামেক হাসপাতালের চিকিৎসক গোলাম কাজেম নিহত
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যৌন ও চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মো. গোলাম কাজেম আলীকে (স্কিন স্পেশালিস্ট) উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (৩০ অক্টোবর) রাজশাহী নগরীর লক্ষ্মীপুরের চেম্বার থেকে রোগী দেখে উপশহরের বাসায় যাওয়ার সময় বর্ণালীর মোড়ে রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে তাকে ছুরিকাহত করা হয়।
রামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুকুল হোসেন জানান, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগ থেকে আইসিইউতে হস্তান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, তাকে দুর্বৃত্তরা বুক মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
জানা যায়, তিনি এমবিবিএস ৪২তম ব্যাচের চিকিৎসক ছিলেন। তিনি রাজশাহীর নামকরা কযেকজন চিকিৎসকদের অন্যতম ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পেছন থেকে একটি মাইক্রোবাস ওই চিকিৎসকের মোটরসাইকেলের গতিরোধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
চিকিৎসকের স্বজনদেন দাবি করে এটি একটি পরিকল্পিত হত্যা। কারণ দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে গেলেও তার মোবাইল, টাকা, দামি হাতঘড়ি কিছুই নিয়ে যায়নি।
রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দি জানান, নগরীর বর্ণালীর মোড়ে অজ্ঞাত নামা মাইক্রোবাস থেকে নেমে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে বুকে উপুর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি বলেন হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে তবে কি কারণে হত্যা করেছে তা জানা যায়নি।
১ বছর আগে
২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে রামেকে ১০ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ছয় জন, উপসর্গ নিয়ে তিন ও করোনা নেগেটিভ হয়েও একজন মারা গেছেন।
শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৯টার পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এর আগের ২৪ ঘণ্টায় মারা গেছেন পাঁচজন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় করোনা উপসর্গে ১ মৃত্যু, শনাক্ত ২২
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে হাসপাতালে ছয়জন মারা গেছেন। এদের মধ্যে পাঁচজন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। এ ছাড়া ১৪ নম্বর ওয়ার্ডে তিন জন, ১৭ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।
আরও পড়ুন: করোনা: বিশ্বে আক্রান্তের সংখ্যা ২২ কোটি ছাড়াল
তিনি জানান, রবিবার সকাল ৯টা পর্যন্ত ২৮৬ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৪৫ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ১৪২।
বর্তমানে হাসপাতালে আক্রান্ত ৬৩ জন ও উপসর্গ নিয়ে ৬৩ জন ভর্তি রয়েছেন। করোনা ধরা পড়েনি ভর্তি ১৯ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন। আর এক দিনে হাসপাতাল ছেড়েছেন ২৪ জন।
আরও পড়ুন: করোনায় সিরাজগঞ্জের এমপি স্বপনের মৃত্যু
প্রসঙ্গত, চলতি সেপ্টেম্বরের এই পাঁচদিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৭ জন। এর মধ্যে করোনায় ১৬ জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ১৪ জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় পাঁচ জনের মৃত্যু হয়।
৩ বছর আগে
রামেক হাসপাতালে করোনায় আরও ১৬ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আট জন করোনায় ও দুইজন মারা যান করোনামুক্ত হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলতায় এবং করোনা উপসর্গ নিয়ে আরও ছয়জন মারা গেছেন।
শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসাপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: রামেকের করোনা ইউনিটে একদিনে ১৪ মৃত্যু
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে নয় জনের বাড়ি রাজশাহী জেলায়। বাকিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের দুই জন, নাটোর ও কুষ্টিয়ায় এক জন করে ও পাবনার তিন জন রয়েছেন।
তিনি জানান, নতুন মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ এবং দুই জন নারী। এদের মধ্যে ছয়জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চার জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন ও ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে চার জন। এ নিয়ে চলতি জুলাই মাসে রামেকের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯৮ জনে।
আরও পড়ুন: কুমিল্লায় আরও ৯ মৃত্যু, শনাক্ত ৪৭৬
হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন। শনিবার সকাল পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটের ৪৫৪টি বেডের বিপরীতে ভর্তি আছেন ৫২৭ জন। আইসিইউতে ভর্তি আছেন ১৮ জন।
৩ বছর আগে
রামেকের করোনা ইউনিটে আরও ১৩ মৃত্যু
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও তিনজন নারী। যাদের পাঁচ জনের করোনা পজেটিভ ছিল। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান।
আরও পড়ুন:রামেকে করোনায় ২৪ ঘণ্টায় আরও ১০ মৃত্যু
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ১২ জন ও নাটোরের একজন। এদের মধ্যে ছয়জন আইসিইউতে মারা গেছেন। মৃতদের মধ্যে ৯ জনের বয়স ৬১ বছরের উপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন ও ৩১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন।
এ নিয়ে চলতি মাসের ১ জুন থেকে ২২ জুন সকাল ৬টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ২২৯ জন মারা গেছেন।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন। এর মধ্যে রাজশাহীর ৩৭, চাঁপাইনবাবগঞ্জের পাঁচ, নাটোরে সাত, নওগাঁয় পাঁচ ও কুষ্টিয়ার একজন রয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬১ জন।
আরও পড়ুন:রামেক হাসপাতালে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু!
মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৩০৯ বেডের বিপরীতে হাসপাতালে মোট চিকিৎসাধীন রোগী আছেন ৩৯৩ জন। এর মধ্যে রাজশাহীতে ২৫৪, চাঁপাইনবাবগঞ্জের ৬১, নাটোরের ৩৩, নওগাঁর ৩০, পাবনার সাত, কুষ্টিয়ার পাঁচ ও চুয়াডাঙ্গার একজন রয়েছেন। আইউসিইউতে ভর্তি আছেন ১৯ জন।
সম্প্রতি রাজশাহীতে করোনাভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। সোমবার দুটি ল্যাবে রাজশাহীর ৩৮৫ জনের নমুনা পরীক্ষা করে ১২৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
৩ বছর আগে
রামেকে করোনায় আক্রান্ত পুলিশ কর্মকর্তার মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
রাজশাহীতে ট্রাক থেকে পড়ে শ্রমিক নিহত
রাজশাহী মহানগরীতে বালু তুলতে গিয়ে বুধবার ভোরে ট্রাক থেকে পড়ে সাদেক আলী (৫৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
৪ বছর আগে