করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত সীমিত লকডাউনে সিলেটের রাস্তায় গণপরিবহন চলাচল করতে দেখা না গেলেও বন্দরবাজার, মদিনা মার্কেট, আখালিয়া এলাকায় লেগুনা ও সিএনজি অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।
সোমবার সকাল থেকেই সিলেট নগরীর উপশহর, টিলাগড়, মেজরটিলা, কুমারপাড়া, মীরবক্সটুলা, কদমতলীসহ বিভিন্ন এলাকায় দোকানপাট খোলা রাখতে দেখা যায়।
আরও পড়ুনঃ সিলেটে একদিনে সর্বোচ্চ ২৩৪ জনের করোনা শনাক্ত
এদিন, সিলেট থেকে কোন দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এমনকি সিলেটের অভ্যন্তরেও কোন বাস চলাচল করতে দেখা যায়নি। বন্ধ রয়েছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) টাউন বাসও।
এদিকে, সোমবার সকালে পরিবহনের অভাবে সিলেটের বিভিন্ন পয়েন্টে অফিসগামী যাত্রীদের ভোগান্তির শিকার হতে দেখা গেছে। অনেকে দীর্ঘক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে থেকেছেন যানবাহনের অপেক্ষায়।
আরও পড়ুনঃ লকডাউনকে ‘তামাশা’ বললেন ফখরুল
উল্লেখ্য, সারাদেশে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ হার উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার সারাদেশে ১৪ দিনের পূর্ণ শাটডাউন দেয়ার সুপারিশ করে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এর পরিপ্রেক্ষিতে নতুন করে বিধিনিষেধ দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। যদিও এর আগে থেকে বিধিনিষেধ জারি ছিল, যেটির মেয়াদ রয়েছে আগামী ১৫ জুলাই পর্যন্ত।
সোমবার থেকে শুরু হয়েছে তিন দিনের সীমিত লকডাউন। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এই লকডাউন চলবে। তবে সেদিন থেকে সর্বাত্মক লকডাউন দেয়া হবে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।