সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জে ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারমান সহিদ উল্লাহ সহিদের মৃত্যু হয়েছে।
রবিবার সকালে ঢাকায় আনোয়ার খান মডার্ন মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, চেয়ারম্যান সহিদ উল্লাহ গত কয়েকদিন ধরে শ্বাসকষ্ট ও সর্দি জ্বরে ভুগছিলেন। তার অবস্থার অবনতি হলে শনিবার রাতে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, রবিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ৪৩ জনের নমুনা পরীক্ষা করে ১১ জন করোনা আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার পাঁচজন ও রামগতির ছয়জন। এ পর্যন্ত চার হাজার ৭৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
জেলাতে মোট শনাক্তকৃত ৫৭৫ জন রোগীর মধ্যে জেলার সদর উপজেলার ২৭৫ জন, রায়পুরের ৬৪ জন, রামগঞ্জের ৯৯ জন, কমলনগরের ৮৮ জন ও রামগতির ৪৯ জন রয়েছেন।