রায়পুর উপজেলার কাঞ্চনপুর গ্রামে শনিবার সকালে শ্বাসকষ্ট, জ্বর ও গলাব্যথা নিয়ে সাবেক এক রেল কর্মকর্তার মৃত্যু হয়েছে।
মৃত মোজাম্মেল হোসেন (৬৩) ওই এলাকার মোহাম্মদ উল্যার ছেলে।
জেলা সিভিল সার্জন আব্দুল গফফার বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে কয়েক দিন আগে মোজাম্মেল হোসেনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রাম পাঠানো হয়। সে প্রতিবেদন এখনও আসেনি। এর মধ্যে তার শ্বাসকষ্ট, জ্বর ও গলাব্যথা বেড়ে যায়। তার মারা যাওয়ার বিষয়টি পরিবারের সদস্যরা আমাকে জানিয়েছেন।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, লকডাউনের মধ্যে ১৩ মে মোজাম্মেল হোসেন ঢাকা থেকে রায়পুরে আসেন। এ সময় তাকে বাধা দেয়া হলে তিনি ফেরত গিয়ে অন্য সড়ক দিয়ে বাড়িতে যান। এরপর বৃহস্পতিবার তার বাড়ি লকডাউন করা হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আটজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৮৮ করোনা রোগী শনাক্ত হলো।