ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-বাংলাবাজার রুটে সাড়ে ৭ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার ভোর ৬টায় ফের ফেরি চলাচল শুরু হয়েছে।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বন্ধ হয়ে যায় এই রুটের ফেরি চলাচল। এতে মাঝ পদ্মায় দুইটি রো রো ফেরিসহ ৫ ফেরি আটকা পড়ে, আর দুই পাড়ে শত শত যান গন্তব্যের পথে অপেক্ষার প্রহর গুণতে থাকে।
এদিকে কুয়াশার কারণে শিমুলিয়ার কাছে নোঙর করা উদ্ধারকারী জাহাজ নির্ভিক পদ্মা সেতুর নিচ দিয়ে বুধবার বাংলাবাজার পৌঁছেছে।
বিআইডব্লিউটিসির ম্যানেজার প্রফুল্ল চৌহান জানান, পদ্মায় ঘন কুয়াশার কারণে বয়া বাতি দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে যাওয়া পর আটকে পড়া ফেরি গন্তব্যে পৌঁছেছে। ফেরিগুলো ঘোলা আবহাওয়ার মধ্যেই সার্ভিস দিয়ে যাচ্ছে। দুপুরেও কুয়াশা আছে, তবে ঘনত্ব কম।
তিনি জানান, এই রুটে চাপ বেশি ধাকায় আরও একটি রো রো ফেরি বৃদ্ধি করা হয়েছে। এখন ফেরি চলছে ১৪টি। দুটি মেরামতে এবং একটি ডুবে গেছে পদ্মায়।