রবিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক তাদের ছাড়পত্র দিয়ে অ্যাম্বুলেন্সে করে নিজ নিজ বাড়ি পৌঁছে দেন।
তারা হলেন- ওই স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক মাফাজ উদ্দিন(৩২) এবং নলকুড়া ইউনিয়নের মানিককুড়া গ্রামের রংমিস্ত্রী বোরহান উদ্দিন(৪৬)। বোরহান নারায়ণগঞ্জ থেকে ফিরেছিলেন।
ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাজেদুর রহমান জানান, অ্যাম্বুলেন্স চালক মাফাজে ৯ এপ্রিল এবং নারায়ণগঞ্জ ফের বোরহানের ১১ এপ্রিল করোনা আক্রান্তের পর থেকেই হাসপাতালের আইসোলেশনে ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র পাওয়ার পর ওই দুই ব্যক্তি করোনার সংক্রমণ থেকে মুক্ত থাকার জন্য সবাইকে ঘরে থাকার আহ্বান জানান।
ঝিনাইাগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, আইসোলেশনে থাকাকালে পরপর দুটি পরীক্ষায় নেগেটিভ আসায় ওই দুজনকে করোনামুক্ত হিসেবে ছাড়পত্র দেয়া হয়েছে। এ ছাড়া আইসোলেশনে আরও দুজন চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য, জেলায় গত ৫ এপ্রিল থেকে এ পর্যন্ত ১৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়। তন্মধ্যে রবিবার পর্যন্ত ৫ জন করোনামুক্ত হয়ে ছাড়পত্র নিয়ে আইসোলেশন থেকে বাড়ি ফিরে গেছেন।