কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবারও দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। শোলাকিয়ায় এবার অনুষ্ঠিত হবে ঈদের ১৯৮তম জামাত।
ঐতিহ্য অনুসারে তিন দফা গুলি ফুটিয়ে জামাত শুরু হবে সকাল ৯ টায়। এই জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। এবার থাকবে চার স্তুরের নিরাপত্তাব্যবস্থা।
সোমবার (১৯ মে) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঈদুল আযহার ১৯৮তম প্রস্তুতি সভা থেকে এ তথ্য দিয়েছে জেলা প্রশাসক ও ঐতিহাসিক ঈদগাহ কমিটির সভাপতি ফৌজিয়া খান।
আরও পড়ুন: শোলাকিয়ায় ঈদের জামাতে ৬ লাখ মুসল্লির নামাজ আদায়
বক্তারা বলেন, ঈদ জামাতের ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে থাকবেন হয়বত নগর এ ইউ কামিল মাদরাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই। নারীদের জন্য সূর্যবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলাদা জামাতের ব্যবস্থা করা হয়েছে।
প্রায় সাত একর আয়তনের ঈদগাহের মূল মাঠে ২০৬টি কাতার রয়েছে। প্রতিটি কাতারে ৭০০ থেকে ৮০০ জন মুসল্লি নামাজ আদায় করার সুযোগ পাবেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল ইসলাম তালুকদার, কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এরশাদ মিয়াসহ ঈদগাহ কমিটির সদস্যরা।